আ’লীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে সারাদেশে বর্ণাঢ্য র্যালিসহ নানা কর্মসূচি
- আপডেট সময় : ০৭:১৪:৫৮ অপরাহ্ন, রবিবার, ২৩ জুন ২০২৪
- / ২০৪৩ বার পড়া হয়েছে
নানা কর্মসূচিতে সারাদেশে পালিত হয়েছে আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী। দেশব্যাপী এসব কর্মসূচিতে রঙ বেরঙের ব্যানার ফেস্টুন নিয়ে রেলিতে অংশ নেন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধে শ্রদ্ধা জানান আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য বিমান ও পর্যটনমন্ত্রী মুহাম্মদ ফারুক খান।
আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে কেন্দ্রীয় আওয়ামী লীগের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হয়। প্রেসিডিয়াম সদস্য মুহাম্মদ ফারুক খানের নেতৃত্বে একটি প্রতিনিধি দল বঙ্গবন্ধু সমাধি সৌধের বেদীতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান।
বরিশালে সোহেল চত্বরে দলীয় কার্যালয়ে পতাকা উত্তোলন ও বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন সিটি মেয়র আবুল খায়ের আব্দুল্লাহ, মহানগর আওয়ামালীগের সাধারণ সম্পাদক সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ এবং পানি সম্পদ প্রতিমন্ত্রীর পক্ষে স্থানীয় নেতারা। খুলনায় দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্যদিয়ে দিনের কর্মসূচি শুরু হয়। পরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মাল্যদান, শোভাযাত্রা, আলোচনা সভা ও কেককাটার আয়োজন করা হয়।
ময়মনসিংহে নানা আয়োজনে আওয়ামী ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। পাঁচ শতাধিক কর্মজীবী, দুঃস্থ্ ও অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ করেছে জেলা যুবলীগ। জামালপুরে পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ ও আলোচনা সভার মধ্য দিয়ে আওয়ামী লীগের ৭৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।
কেক কাটা, আলোচনা ও আতশবাজির মধ্য দিয়ে শেরপুরে আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করেছে নেতাকর্মীরা।শেরপুর শহরের নিউমার্কেটস্থ দলীয় কার্যালয়ে দিবসের প্রথম প্রহরে কেক কেটে কর্মসূচির উদ্বোধন করা হয়। ফরিদপুরে নানা আয়োজনের মধ্যদিয়ে উদযাপন করা হয়েছে আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকী। পরে দলীয় কার্যালয়ে আলোকচিত্র প্রদশর্নী ও রক্তদান কর্মসূচির উদ্বোধন করা হয়।
নেত্রকোনায় শহরের ছোটবাজারে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে দলীয় ও জাতীয় পতাকা উত্তোলন করা হয়। পরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন নেতাকর্মীরা।
আনন্দ রেলি, আলোচনা সভা, আলোকচিত্র প্রদশনী, সংবর্ধনা, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নানা আয়োজনে দলের প্লাটিনাম জয়ন্তী উদযাপন করেছে কুমিল্লা মহানগর আওয়ামীলীগ। প্লাটিনাম জয়ন্তী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, সদর আসনের সংসদ সদস্য ও মহানগর আওয়ামী লীগ সভাপতি মুক্তিযোদ্ধা আ ক ম বাহাউদ্দিন বাহার। বিশেষ অতিথি ছিলেন কুমিল্লা সিটি মেয়র ডাক্তার তাহসিন বাহার সূচনা।
এছাড়াও দিনাজপুর, নওগাঁ, নড়াইল, চুয়াডাঙ্গা, টাঙ্গাইল, মেহেরপুর, পিরোজপুর, মাগুরাসহ বিভিন্ন জায়গায় নানা আয়োজনে আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।