আ’লীগের বিদ্রোহী প্রার্থীর ছড়াছড়ি ছাগলনাইয়া ও পরশুরাম ইউপি নির্বাচনে
- আপডেট সময় : ০৭:৫৪:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ নভেম্বর ২০২১
- / ১৫৫৪ বার পড়া হয়েছে
আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীর ছড়াছড়ি ফেনীর ছাগলনাইয়া ও পরশুরাম ইউনিয়ন পরিষদ নির্বাচনে। এতে চেয়ারম্যান পদে নৌকার প্রার্থীদের অভিযোগ, বিদ্রোহীদের দল থেকে বহিস্কার করা হলেও, তাদের মদদ দিচ্ছে নিজ দলেরই অনেক নেতা। এদিকে, তৃতীয় ধাপের এই নির্বাচনকে ঘিরে নেত্রকোণার তিন উপজেলার প্রতিটি ইউনিয়নে জমে উঠেছে প্রচার-প্রচারণা।
২৮ নভেম্বর ছাগলনাইয়া ও পরশুরামের ৮ টি ইউনিয়ন পরিষদে নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনকে কেন্দ্র করে এখন সরগরম হাটবাজার। প্রচার-প্রচারণায় ব্যস্ত প্রার্থীরা। ইতিমধ্যে ৩ ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থীরা বিনাপ্রতিদ্ধিতায় নির্বাচিত হয়েছেন। বাকি ৫টি ইউনিয়নে আওয়ামী লীগের ৫ বিদ্রোহী প্রার্থীকে দল থেকে বহিস্কার করা হয়েছে।
সরকারের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে জনগণ নৌকাতেই ভোট দেবে বলে দাবি করেন আওয়ামী লীগের প্রার্থীরা।
দলের কোন নেতার বিরুদ্ধে বিদ্রোহীদের মদদ দেয়ার অভিযোগ পেলে কঠোর ব্যবস্থা নেয়া হবে বলে জানান পরশুরাম উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক।
পাঁচটি ইউপিতে চেয়ারম্যান পদে ২৪ ও সাধারণ সদস্য পদে ২৭৮ জন ও সংরক্ষিত মহিলা সদস্যে ৫৬ জন প্রার্থী মাঠে লড়ছেন।
এদিকে, নেত্রকোণায়ও নির্বাচনী প্রচারণায় ব্যস্ত প্রার্থীরা। ভোর থেকে শুরু করে মাঝরাত পর্যন্ত চলছে প্রচারণা। ভোটের মাঠ দাপিয়ে বেড়াচ্ছেন চেয়ারম্যন, সংরক্ষিত মহিলা ও সাধারণ কাউন্সিল প্রার্থীরা।
যোগ্য প্রার্থীকেই নির্বাচিত করতে চায় ভোটাররা।
সুষ্ঠু ও নিরপেক্ষ ভোটগ্রহণে সব প্রস্তুতি নেয়ার কথা জানান, নির্বাচন কর্মকর্তা।
তৃতীয় ধাপে জেলার কলমাকান্দা, দুর্গাপুর ও পূর্বধলা উপজেলার ২৫টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে।