আলুর দাম হিমাগার পর্যায়ে ২৩ টাকা, পাইকারি ২৫ টাকা এবং খুচরা ৩০ টাকা নির্ধারণ
এস. এ টিভি
- আপডেট সময় : ০১:৩২:৫০ অপরাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২০
- / ১৫৫০ বার পড়া হয়েছে
আলুর দাম খুচরা, পাইকারী ও হিমাগার পর্যায়ে দাম নির্ধারণ করে জেলা প্রশাসকদের চিঠি পাঠিয়েছে কৃষি বিপণন অধিদফতর। নিত্য প্রয়োজনীয় সবজি আলুর দাম হিমাগার পর্যায়ে ২৩ টাকা, পাইকারি ২৫ টাকা এবং খুচরা ৩০ টাকা নির্ধারণ করা হয়েছে।
এজন্য মনিটরিং করার নির্দেশনাও দেয়া হয়েছে। একই সাথে হিমাগারে ২৩ এবং পাইকারী পর্যায়ে ২৫ টাকা কেজিতে আলু বিক্রির নির্দেশনাও দেয়া হয়েছে। প্রত্যেক জেলা প্রশাসকের কাছে এ নির্দেশ জানিয়ে চিঠি দেয়া হয়েছে। সরবরাহ কম থাকায় দাম বেড়েছে বলে দাবি ব্যবসায়ীদের। একমাস আগেও আলুর দাম ছিল ২৫ থেকে ২৮ টাকা কেজি, এখন তা বিক্রি হচ্ছে কেজিপ্রতি ৫০ টাকায়। আলুর সাথে পাল্লা দিয়ে বাড়ছে বেগুনের দামও। একমাসের ব্যবধানে দ্বিগুণ হয়ে বেগুনের দাম ঠেকেছে ৮০ টাকায়। এছাড়াও বাড়ছে সব ধরনের সবজর দামও। কয়েক দফা বন্যা আর অতি বৃষ্টিও প্রভাব ফেলেছে সবজির দামে।