আল্লাহু আকবার ধ্বনিতে মুখরিত তুরাগ তীর
এস. এ টিভি
- আপডেট সময় : ১১:৪১:২৮ পূর্বাহ্ন, রবিবার, ১১ ফেব্রুয়ারী ২০২৪
- / ১৭৩২ বার পড়া হয়েছে
ইবাদত-বন্দেগী, তাশকিলে তামিল, ধর্মীয় আলোচনা, তসবী তাহলিল আর তাবলীগের বিভিন্ন বিষয়ের উপর মুসুল্লিদের বয়ান আর আখেরী মোনাজাতের মধ্য দিয়ে শেষ হচ্ছে বিশ্ব ইজতেমার ২য় পর্ব।
ভোর থেকে মুসল্লিরা দলে দলে আসতে শুরু করেন। অনেকেই মধ্যরাতে রওনা হয়ে ফজরের নামাজে অংশ নেন। ইজতেমার মিডিয়া সমন্বয়কারী মোহাম্মদ সায়েম জানান, আখেরি মোনাজাত পরিচালনা করেন ভারতের মাওলানা সাদ এর বড় ছেলে মাওলানা ইউসুফ বিন সাদ।আখেরি মোনাজাত উপলক্ষে বিশেষ বাস ও ট্রেনের ব্যবস্থা করা হয়। এছাড়া মোনাজাতে মুসল্লিদের বাড়তি চাপ সামাল দিতে বিশেষ ট্রাফিক পরিকল্পনা নেয় পুলিশ।