আশপাশের নিরাপত্তায় পদ্মা সেতু উত্তর ও দক্ষিণ থানা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা
এস. এ টিভি
- আপডেট সময় : ০২:২৬:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুন ২০২২
- / ১৫৬৯ বার পড়া হয়েছে
প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ বিকেল সাড়ে তিনটায় গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে পদ্মা সেতু ও এর আশপাশের নিরাপত্তায় পদ্মা সেতু উত্তর ও দক্ষিণ থানা উদ্বোধন করবেন।
এ উপলক্ষে থানা দুটিকে সাজানো হয়েছে বর্ণিল সাজে। চারতলা বিশিষ্ট থানা দুটির নির্মাণে ব্যয় হয়েছে ৩৬ কোটি টাকা। এরই মধ্যে ওই দুই থানায়
একজন করে ওসি, দু’জন এসআই, ৩ জন এএসআই ও ২০ জন করে কনষ্টেবল নিয়োগ দিয়েছে পুলিশ হেড কোয়ার্টার। পদ্মাসেতু উত্তর থানা সেতুর নিরাপত্তা ছাড়াও মুন্সীগঞ্জের লৌহজংয়ের মেদিনীমন্ডল ও কুমারভোগ ইউনিয়নের সার্বিক নিরাপত্তায়ও কাজ করবে। পাশপাশি পদ্মা সেতু দক্ষিণ থানা শরীয়তপুরের জাজিরার পূর্ব ও পশ্চিম নাওডুবার জনগণকেও প্রয়োজনীয় সহায়তা দেবে।