আশুরা উপলক্ষ্যে হোসেনি দালান ইমামবাড়ায় তাজিয়া মিছিল
- আপডেট সময় : ০৪:২৬:৩৭ অপরাহ্ন, বুধবার, ১৭ জুলাই ২০২৪
- / ২০৬৫ বার পড়া হয়েছে
আজ দশ মহররম। পবিত্র আশুরা। কারবালার শোকাবহ ও হৃদয়বিদারক দিন মুসলিম সম্প্রদায়ের কাছে। রাজধানীর হোসেনি দালান ইমামবাড়া থেকে বের হয় তাজিয়া মিছিল। এতে অংশ নেন শিয়া সম্প্রদায়ের হাজারো মানুষ। এ সময় ইয়াজিদ বাহিনীর হাতে শহীদ ইমাম হোসাইনের স্মরণে কালো পোষাক পরিধান করে ও খালি পায়ে শোকের মাতম করে।
ইসলামিক গজল এর করুণ সুরে শোকের মাতম ঢাকার পথে। বুক চাপড়ে কারবালার সেই হৃদয় বিদারক ঘটনাই স্মরণ করছে শিয়া সম্প্রদায়ের মুসলমানরা।
৬১ হিজরির এই দিনে মহানবী হজরত মুহাম্মদ (স:) দোহিত্র ইমান হোসাইনের কারবালা প্রান্তরে শহীদ হওয়ার স্মৃতি তুলে ধরতে তাজিয়া মিছিলের আয়োজন।
তাজিয়ার আরবি শব্দ অর্থ শোক বা সমবেদনা। কারবালার শহীদদের শ্রদ্ধা জানাতে শিশু থেকে বৃদ্ধ এই মিছিলে যোগ দেন।
পুরান ঢাকার হোসাইনী দালান থেকে শুরু হওয়া সবচেয়ে বড় এ মিছিলে রেওয়াজ অনুযায়ী একদিকে ছিল অস্বারোহী সৈন্যের সাজ অন্যদিকে বুক চাপড়ে মাতম আর শোক।
পরে তাজিয়া মিছিল লালবাগ, আজিমপুর হয়ে ধানমণ্ডির জিগাতলায় শেষ হয়।
১০ ই মহররম শুধু ইমাম হোসাইনের শাহাদাত বরণ নয়, এইদিনে পৃথিবীতে জাতির পিতা আদম আলাই সালাম এর আগমন এবং নূহ নবী ও তার ইমানদার সঙ্গীরা মহা প্লাবন থেকে মুক্তি পেয়েছিলেন।