আশুলিয়ায় এক ব্যবসায়ীর বাড়িতে সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে
এস. এ টিভি
- আপডেট সময় : ০৯:০২:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ জুন ২০২১
- / ১৫৩০ বার পড়া হয়েছে
সাভারের আশুলিয়ায় এক ব্যবসায়ীর বাড়িতে সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে।
আশুলিয়ার গাজীরচট এলাকার উষাপল্ট্রি মোড়ে জমি সংক্রান্ত বিরোধের জেরে ওই বাড়ীতে হামলা চালিয়ে ব্যাপক ভাংচুর ও লুটপাট করে প্রতিপক্ষের সন্ত্রাসী বাহিনী। এ ঘটনায় আহত হন অন্তত ৫ জন। হামলার শিকার- ব্যবসায়ী এমএ মতিন জানান, স্থানীয় এক জনপ্রতিনিধির ছত্রছায়ায় এর আগেও সন্ত্রাসীরা তার বাড়ীতে হামলা, ভাংচুর ও লুটপাট করে। এরই ধারাবাহিকতায় একদল সশস্ত্র সন্ত্রাসী সকালে আবারও হামলা চালায় ও কয়েক রাউন্ড গুলিও ছোড়ে বলে অভিযোগ করেন তিনি। ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ।