আশুলিয়ায় স্ত্রী সন্তানকে হত্যার পর নিজে আত্মহত্যা করেছেন সবুর আলী
এস. এ টিভি
- আপডেট সময় : ১২:৩০:১৫ অপরাহ্ন, রবিবার, ৭ নভেম্বর ২০২১
- / ১৫৪৯ বার পড়া হয়েছে
আশুলিয়ায় স্ত্রী সন্তানকে হত্যার পর নিজে আত্মহত্যা করেছেন সবুর আলী। স্ত্রীর টাকায় কিনে দেওয়া অটোরিকশা চুরি হওয়ার পর থেকে স্বামীর সঙ্গে পারিবারিক কলহের জেরে এই হত্যাকাণ্ড।
রোজিনা আক্তার পোশাক কারখানার শ্রমিক। তার স্বামী সবুর অটোরিকশা চালক ছিলেন। ৯ বছরের মেয়ে সুমাইয়া মাদ্রাসার ছাত্রী। নিহতের স্বজন ও পুলিশ জানান, বৃহস্পতিবার রাতের কোন এক সময় এই ঘটনা ঘটে থাকতে পারে। দুইদিন ধরে কোন সাড়া শব্দ না পেয়ে সন্দেহ হয় প্রতিবেশীদের। পরে প্রতিবেশীর কক্ষে থেকে টিনের ফাঁক দিয়ে স্বামীকে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। বিষয়টি আশুলিয়া থানা পুলিশ জানায়। শনিবার রাত সাড়ে ৯ টার দিকে তাদের মরদেহ উদ্ধার করে পুলিশ। আশুলিয়ার জামগড়া বটতলায় ভাড়া থাকতেন কুড়িগ্রামের এই দম্পতি। আশুলিয়া থানার এস আই আল মামুন কবির জানান, ময়না তদন্তের প্রতিবেদন পেলে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।