আশ্রিত রোহিঙ্গাদের আলোচনার মাধ্যমে ফেরত পাঠানো হবে: প্রধানমন্ত্রী
- আপডেট সময় : ০২:৪৮:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ জানুয়ারী ২০২১
- / ১৫৩২ বার পড়া হয়েছে
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বিশ্বের প্রতিটি দেশের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রেখেছে বাংলাদেশ। কারো সাথে দ্বন্দ্ব নয়, তবে রোহিঙ্গা ইস্যুতে আশ্রিত রোহিঙ্গাদের আলোচনার মাধ্যমে ফেরত পাঠানো হবে। সামরিক বাহিনীর গ্রাজুয়েশন সেরিমনিতে পররাষ্ট্র নীতি অনুসরণ করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। একই সাথে স্বাধীনতা ও সার্বোভৌমত্ব রক্ষায় দেশপ্রেম নিয়ে কাজ করতে তিন বাহিনীর সদস্যদের প্রতি আহ্বান জানান তিনি।
প্রতিষ্ঠার পর থেকে দেশি বিদেশী সামরিক কর্মকর্তাদের সমরজ্ঞান ও আধুনিক কৌশলসহ উন্নত প্রশিক্ষণ দিয়ে আসছে সামরিক বাহিনী কমান্ড ও স্টাফ কলেজ। বছর শুরুতে এ প্রশিক্ষণে অংশ নেয়া কর্মকর্তাদের প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ অনুষ্ঠানে গণভবন থেকে ভার্চুয়াল প্ল্যাটফর্মে যুক্ত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।গ্রাজুয়েশন সেরিমনিতে ১২৭ জন সেনা কর্মকর্তা, ৩২জন নৌ কর্মকর্তা, বিমানবাহিনীর ২৩ জন কর্মকর্তা এবং বিভিন্ন দেশের ৪৩জন কর্মকর্তাকে সনদপত্র বিতরণের অনুমতি দেন প্রধানমন্ত্রী।
বক্তব্যে বৈশ্বিক পরিস্থিতিতে যেকোন চ্যালেঞ্জ মোকাবেলায় দক্ষতা ও সক্ষমতা অর্জনের জন্য সরকারের নানা পদক্ষেপ উল্লেখ করেন প্রধানমন্ত্রী।পররাষ্ট্রনীতি অনুসরণ করার আহবান জানিয়ে রোহিঙ্গা আশ্রয়ণ ও পুনর্বাসনে সরকারের অবস্থান তুলে ধরেন প্রধানমন্ত্রী।উন্নত সমৃদ্ধ বাংলাদেশ গড়তে ২০৪১ এর প্রেক্ষিত পরিকল্পনা বাস্তবায়নের তাগিদ দেন শেখ হাসিনা। প্রত্যেককে নিজ অবস্থান থেকে কাজ করার আহ্বান জানান তিনি।
সশস্ত্র বাহিনীকে বিশ্বমানে পৌঁছুতে সরকারের সহযোগিতা অব্যহত রাখার আশ্বাস দেন প্রধানমন্ত্রী।