আসন্ন জিম্বাবুয়ে সফরের টি-টুয়েন্টি সিরিজে অধিনায়কের দায়িত্ব পেলেন সোহান
এস. এ টিভি
- আপডেট সময় : ০৯:৪৫:১৭ অপরাহ্ন, রবিবার, ২৪ জুলাই ২০২২
- / ১৫৪৮ বার পড়া হয়েছে
আসন্ন জিম্বাবুয়ে সফরের টি-টুয়েন্টি সিরিজে অধিনায়কের দায়িত্ব পেলেন নুরুল হাসান সোহান।
অধিনায়কত্ব পেয়ে মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের মিডিয়া কক্ষে সংবাদ সম্মেলন করেন সোহান। টি-টুয়েন্টি ফরম্যাটে দলের খারাপ পারফরমেন্সের সময়েই সোহানের ওপর এই দায়িত্ব দিলো বোর্ড। মাত্র একটি সিরিজের জন্য নেতৃত্ব পেলেও কাঁধে অনেক দায়িত্ব নতুন এই অধিনায়কের। সোহান জানান, মাত্র ৩ ম্যাচের জন্য দায়িত্ব পেয়েছেন। চাপ একটু বেশি থাকলেও দলীয় প্রচেষ্টায় সেটা জয় করতে চান তিনি। ঘরোয়া ক্রিকেটে অধিনায়কত্বের অভিজ্ঞতা কাজে লাগাতে চান সোহান।