আসন্ন নির্বাচনে ভোটার উপস্থিতি ৭০ শতাংশের লক্ষ্য নিয়ে কাজ করছে নির্বাচন কমিশন : হাবিবুল আউয়াল
- আপডেট সময় : ০৯:০৭:৩৩ অপরাহ্ন, বুধবার, ৪ অক্টোবর ২০২৩
- / ১৭০৩ বার পড়া হয়েছে
আসন্ন নির্বাচনে ভোটার উপস্থিতি ৭০ শতাংশের লক্ষ্য নিয়ে কাজ করছে নির্বাচন কমিশন, জানালেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল। তিনি বলেন, সংলাপের মাধ্যমে রাজনৈতিক সমঝোতা হলে, নির্বাচন কমিশনের চাপ কমতো। নির্বাচন ভবনে এক কর্মশালায় এসব কথা বলেন সিইসি।অনুষ্ঠানে সাবেক নির্বাচন কমিশনার ও কর্মকর্তারা বলেছেন, নির্বাচন অংশগ্রহনমুলক না হলে, দ্বাদশ সংসদ নির্বাচনও গ্রহণযোগ্যতা হারাবে।
রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনে ‘অবাধ ভোটাধিকার, প্রার্থী ও পোলিং এজেন্টদের ভূমিকা’ শীর্ষক কর্মশালার আয়োজন করে নির্বাচন কমিশন। এতে অংশ নেন সাবেক নির্বাচন কমিশনার, ইসি সচিব, সাবেক নির্বাচন কর্মকর্তা,বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও জ্যেষ্ঠ সাংবাদিকরা। আলোচনায় অংশ নিয়ে তারা বলেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনী সংকট সমাধানে, প্রধান দুই দলের সংলাপের বিকল্প নেই।
সাবেক নির্বাচন কমিশনার ও কর্মকর্তাদের আলোচনায় উঠে আসে, নির্বাচন অংশগ্রহনমুলক না হলে, দ্বাদশ সংসদ নির্বাচনও গ্রহণযোগ্যতা হারাবে। কর্মশালা শেষে প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল বলেন, নির্বাচনে ভোটার উপস্থিতিই মূল বিবেচ্য বিষয়।
সিইসি বলেন, সংলাপের মাধ্যমে সমঝোতা হলে, নির্বাচন কমিশনের চাপ কমে যেতো। নির্বাচনকে আরো সহজ করতে নির্বাচনী ব্যবস্থা সংস্কারের প্রয়োজন বলেও মত দেন কাজী হাবিবুল আউয়াল।