আসন্ন বাজেটে সোনা-রূপার অলংকার বিক্রিতে ভ্যাট ৩ শতাংশ : বাজুস
- আপডেট সময় : ০৮:৩৭:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ এপ্রিল ২০২৩
- / ১৫৭৮ বার পড়া হয়েছে
আসন্ন বাজেটে সোনা-রূপার অলংকার বিক্রিতে ভ্যাট ৩ শতাংশ করার প্রস্তাব দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন বাজুস।
বসুন্ধরা সিটি শপিং মলে বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশনের সংবাদ সম্মেলনে সংগঠনের নেতারা বলেন, বিশ্ববাজারে বাংলাদেশকে প্রতিযোগিতায় সক্ষম করতে জুয়েলারি খাতে আরোপিত আয়কর ও ভ্যাট হার কমানো এবং আর্থিক প্রণোদনা প্রদান করতে হবে।
প্রতিদিন সারাদেশে জল, স্থল ও আকাশ পথে প্রায় ২০০ কোটি টাকার অবৈধ সোনার চোরাচালান আসে বাংলাদেশে। এমন পরিস্থিতিতে স্বর্নের বাজারে অস্থিরতা ছড়িয়ে দিচ্ছে দেশি বিদেশী সিন্ডিকেট।এছাড়া, কৃত্রিম সংকট তৈরি করে প্রতিনিয়ত দাম বাড়ানোর কারসাজি চলছে।
বসুন্ধরা সিটি শপিং মলে বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশনের প্রাক বাজেট নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বাজুসের সহ-সভাপতি আনোয়ার হোসেন। আসছে অর্থবছরের বাজেটে অন্তর্ভুক্তি দিতে ১২টি প্রস্তাবের কথা জানান তিনি।
বৈদেশিক মুদ্রা সাশ্রয়ে আরোপিত সিডি ৫ শতাংশ কমিয়ে আমদানি শুল্ক ১ শতাংশ নির্ধারণের প্রস্তাব দেয়া হয়। বৈধভাবে স্বর্ণের বার, কয়েন, স্বর্ণালংকার রপ্তানি উৎসাহিত করতে ২০ শতাংশ ভ্যাট নেয়ার কথা জানান তিনি। মোট মূল্য সংযোজনের ৫০ শতাংশ আর্থিক প্রণোদনা দেয়ারও দাবি সংগঠনের।