আসামিকে জামিন দেয়ার বিষয়ে আপিল বিভাগে হাজির হয়ে ক্ষমা চেয়েছেন বিচারক কামরুন্নাহার
- আপডেট সময় : ০২:১০:৪৭ অপরাহ্ন, সোমবার, ২২ নভেম্বর ২০২১
- / ১৫৩৩ বার পড়া হয়েছে
আসামিকে জামিন দেয়ার বিষয়ে আপিল বিভাগে হাজির হয়ে ক্ষমা চেয়েছেন বিচারক কামরুন্নাহার। সোমবার সকাল সাড়ে ৯ টায় ব্যাখ্যা দিতে আপিল বিভাগে হাজির হন তিনি। প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন আপিল বিভাগের সামনে কামরুন্নাহার ব্যাখ্যা দেন।
বিচারক হাজির হওয়ার আগেই বিচারকক্ষ থেকে বেঞ্চ অফিসার, আইনজীবীসহ সবাইকে বের করে দেয়া হয়। এমনকি ভার্চুয়াল কোর্টের জুম আইডিও পরিবর্তন করে দেয়া হয়। ২০২০ সালের ১২ মার্চ একটি মামলার ব্যাখ্যা দিতে কামরুন্নাহারকে আদালতে তলব করা হয়। মামলার বিবরণ থেকে জানা যায়, রাজধানীর হাতিরঝিল থানায় এক নারীকে ধর্ষণের অভিযোগে বেসরকারি টেলিভিশন এটিএন বাংলার সাবেক প্রোগ্রাম প্রডিউসার আসলাম শিকদারের বিরুদ্ধে ২০১৮ সালের ১৩ সেপ্টেম্বর মামলা হয়। রেইনট্রি হোটেলে ধর্ষণ মামলার রায়ে পর্যবেক্ষণ দিয়ে বিতর্কে জড়ান নারী ও শিশু ট্রাইব্যুনালের বিচারক কামরুন্নাহার। ।এই রায়ের পর বিচারিক ক্ষমতা হারান তিনি। পরে আইন মন্ত্রণালয়ের চিঠি পেয়ে তাকে অব্যাহতি দেন প্রধান বিচারপতি।