আড়াইহাজার ও গোপালদী পৌরসভার নবগঠিত আহবায়ক কমিটি বাতিলের দাবিতে প্রতিবাদ সভা
এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:১৫:৩৩ অপরাহ্ন, শনিবার, ২৯ জানুয়ারী ২০২২
- / ১৫২৮ বার পড়া হয়েছে
নারায়ণগঞ্জের আড়াইহাজারের উপজেলা বিএনপি, আড়াইহাজার ও গোপালদী পৌরসভার নবগঠিত আহবায়ক কমিটি বাতিলের দাবিতে প্রতিবাদ সভা ও বিক্ষোভ করেছে পদ বঞ্চিত নেতাকর্মীরা।
দুপুরে উপজেলার দক্ষিণপাড়া এলাকায় প্রতিবাদ সভা ও বিক্ষোভ করে। ব্রাহ্মন্দী ইউনিয়ন বিএনপি সিনিয়র সহ-সভাপতি শামীম হোসেন মোল্লার সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবু, জেলা বিএনপির সাবেক সদস্য আলী আজগর, আড়াইহাজার পৌরসভার সাবেক সিনিয়র সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলা বক্সসহ স্থানীয় নেতাকর্মীরা। প্রতিবাদ সভা শেষে জেলার আহবায়ক কমিটির সদস্য সচিব অধ্যাপক মামুন মাহমুদ ও কেন্দ্রীয় সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম আজাদকে অবাঞ্ছিত ঘোষণা করে তাদের কুশপুত্তলিকা দাহ করা হয়।