ই-অরেঞ্জের মালিক এবং চিফ অপারেটিং অফিসারসহ প্রত্যেকের পাঁচদিনের রিমান্ড
- আপডেট সময় : ০৮:০২:৪৯ অপরাহ্ন, সোমবার, ২৩ অগাস্ট ২০২১
- / ১৫৩০ বার পড়া হয়েছে
এক হাজার ১০০ কোটি টাকা আত্মসাতের অভিযোগে ঢাকার গুলশান থানায় দায়ের করা মামলায় ই-অরেঞ্জের মালিক সোনিয়া মেহজাবিন ও তার স্বামী মাসুকুর রহমান এবং চিফ অপারেটিং অফিসার আমান উল্ল্যাসহ প্রত্যেকের পাঁচদিন করে রিমান্ড মঞ্জুর করেছে আদালত।
ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোরশেদ আল মামুন ভূঁইয়ার আদালত এ আদেশ দেন। মামলার তদন্ত কর্মকর্তা অর্থ-আত্মসাতের মামলায় আসামীদের ১০ দিনের রিমান্ডের আবেদন করেন। শুনানি শেষে আদালত প্রত্যেকের ৫ দিন করে রিমান্ড মঞ্জুর করে। গত ১৬ আগস্ট মামলাটি করেন ই-অরেঞ্জের প্রতারণার শিকার মোহাম্মদ তাহেরুল ইসলাম নামের এক গ্রাহক। এজাহারে তিনি অভিযোগ করেন, গত ২১ এপ্রিল পণ্য কেনার জন্য ই-অরেঞ্জে অগ্রিম টাকা দেন তিনি। তবে ই-অরেঞ্জ নির্ধারিত তারিখে পণ্য সরবরাহ করেনি। টাকাও ফেরত দেয়নি। নিজেদের ফেসবুক পেজে বার বার নোটিশ দিয়েছে এবং সময় চেয়েছে। কিন্তু পণ্য কিংবা টাকা দেয়নি।