ই-অরেঞ্জের মালিক সোনিয়া মেহজাবিন ও মাসুকুর রহমানকে কারাগারে পাঠানোর আদেশ
- আপডেট সময় : ০৭:৫১:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ অগাস্ট ২০২১
- / ১৬১৫ বার পড়া হয়েছে
এক হাজার ১০০ কোটি টাকা আত্মসাতের অভিযোগে করা মামলায় ই-অরেঞ্জের মালিক সোনিয়া মেহজাবিন ও তার স্বামী মাসুকুর রহমানকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।
সঙ্গলবার ঢাকার অতিরিক্ত মহানগর হাকিম আবু বক্কর সিদ্দিকের আদালতে তারা আইনজীবীর মাধ্যমে জামিনের আবেদন করেন। শুনানি শেষে বিচারক জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন। এদিকে মাসের পর মাস পণ্য না পাওয়ায় ই-কমার্স প্রতিষ্ঠান ই-অরেঞ্জের বিরুদ্ধে গুলশান থানায় প্রতারণার মামলা করেন প্রতারণার শিকার গ্রাহক মো. তাহেরুল ইসলাম।এ সময় আরও ৩৭ জন গ্রাহক উপস্থিত থেকে সাক্ষ্য দেন। তাদের অভিযোগ গত ২১ এপ্রিল পণ্য কেনার জন্য ই-অরেঞ্জকে অগ্রিম টাকা দিলেও এখন পর্যন্ত পণ্য অথবা টাকাও ফেরত দেয়নি প্রতিষ্ঠানটি। মামলায় আসামি করা হয় সোনিয়া মেহজাবিন, মাসুকুর রহমান, আমানুল্লাহ, বিথী আক্তার, কাওসার ও ই-অরেঞ্জের সব মালিক।