ই-কমার্স প্রতারণা চক্রের দলনেতাসহ ৫ সদস্য গ্রেফতার
এস. এ টিভি
- আপডেট সময় : ০২:৫১:৫৪ অপরাহ্ন, সোমবার, ১৮ এপ্রিল ২০২২
- / ১৫৩১ বার পড়া হয়েছে
ই-কমার্স প্রতারণা চক্রের দলনেতাসহ ৫ সদস্যকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ। রাজধানীর হাজারীবাগ এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
ফেইজবুক পেইজে ভালো মানের আকর্ষণীয় বিজ্ঞাপন দিয়ে মানুষের চাহিদামতো অর্ডার নিয়ে ব্যবহার অযোগ্য মালামাল দিয়ে প্রতারণা করে আসছিলো চক্রটি। সকালে মিন্টু রোডে ডিএমপি মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে একথা জানান উপ-পুলিশ কমিশনার রাজিব আল মাসুদ। তিনি জানান, প্রতারণা দলের সদস্যরা ধানমন্ডিতে বাসা ভাড়া নিয়ে, ফেইসবুকে পেইজ খুলে এসব অপকর্ম চালাতো। চক্রটির কাছ থেকে ব্যবহার করা ল্যাপটপ, মোবাইল এবং ব্যবহার অযোগ্য পণ্য উদ্ধার করে গোয়েন্দা পুলিশ। গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে হাজারীবাগ থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করা হয়েছে।