ই-হজ ব্যবস্থাপনায় হয়রানি বন্ধসহ হজযাত্রা সহজ করেছে সরকার : প্রধানমন্ত্রী
- আপডেট সময় : ০১:৫২:০৬ অপরাহ্ন, শুক্রবার, ১৯ মে ২০২৩
- / ১৬১০ বার পড়া হয়েছে
ই-হজ ব্যবস্থাপনায় হয়রানি বন্ধের পাশাপাশি সরকার হজযাত্রা সহজ করেছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রাজধানীর আশকোনা হজ ক্যাম্পে চলতি বছরের হজ কার্যক্রম উদ্বোধন করে একথা বলেন তিনি। হজের জন্য বঙ্গবন্ধুর কেনা জাহাজ জিয়াউর রহমান প্রমোদতরী বানিয়েছিলেন বলে অভিযোগ করেন প্রধানমন্ত্রী। কোন প্রকার দূর্যোগ যেনো বাংলাদেশের মানুষের ক্ষতি করতে না পারে, সেজন্য হাজীদের দোয়া করার আহ্বান জানান শেখ হাসিনা।
রাজধানীর আশকোনা হজ ক্যাম্পে চলতি বছরের হজ কার্যক্রম উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সরকার প্রধান বলেন, হজ ব্যবস্থাপনার উন্নয়ন, আওয়ামী লীগের হাত ধরে হয়েছে। বঙ্গবন্ধু হজের জন্য যে জাহাজ কিনেছিলেন, জিয়াউর রহমান তা প্রমোদতরী বানিয়েছিলেন।
ই-হজ ব্যবস্থাপনায় হয়রানি বন্ধের পাশাপশি হজযাত্রা সহজ করেছে বলে জানান প্রধানমন্ত্রী।
মানব সৃষ্ট ও প্রাকৃতিক দূর্যোগ যেনো বাংলাদেশের মানুষের ক্ষতি করতে না পারে, এজন্য হজ যাত্রীদের দোয়া করতে বলেন তিনি।
বর্তমান সরকার দেশের দরিদ্র ও গৃহহীনদের আবাসনসহ সার্বিক উন্নয়নে, কাজ করছে বলেও জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।