ইংলিশ প্রিমিয়ার লিগে অবশেষ হেরেছে আর্সেনাল
- আপডেট সময় : ০৮:৫০:২৯ অপরাহ্ন, সোমবার, ৫ সেপ্টেম্বর ২০২২
- / ১৫৫১ বার পড়া হয়েছে
ইংলিশ প্রিমিয়ার লিগে অবশেষ হেরেছে আর্সেনাল। টানা পাঁচ ম্যাচ জেতা গানারদের মাটিতে নামালো ম্যানচেস্টার ইউনাইটেড। হাইভোল্টেজ ম্যাচে রেডডেভিলরা জিতলো ৩-১ গোলে। অপর ম্যাচে লেস্টার সিটিকে ৫-২ গোলে বিধ্বস্ত করেছে ব্রাইটন। এদিকে, লা লিগায় গেটাফেকে ৫-১ গোলে হারিয়েছে ভ্যালেন্সিয়া। আর সিরি আয় রোমার বিপক্ষে উদিনেসের জয় ৪-০ গোলে।
লিগে প্রথম পাঁচ ম্যাচ জিতে রীতিমতো উড়ছিলো আর্সেনাল। সুযোগ ছিলো ১৯৪৭ সালের পর প্রথমবার টানা ৬ ম্যাচে পূর্ন পয়েন্ট অর্জনের। কিন্তু শেষ পর্যন্ত তা আর হয়নি। ধরাশয়ী ম্যানচেস্টার ইউনাইটেডের কাছে। বাজেভাবে লিগ শুরু করা রেডডেভিলরা দারুন ছন্দে ৩-১ গোলে জিতে।
ওল্ড ট্র্যাফোর্ডে এদিন নিরাশ করেননি বায়ার্ন থেকে ম্যান ইউতে যোগ দেয়া অ্যান্থনি সান্তোস। প্রথমার্ধেই ব্রাজিল তারকার গোলে লিড নেয় স্বাগতিকরা।
অবশ্য ম্যাচে আগে লিড নিতে পারতো আর্সেনাল। ১২ মিনিটে ভিএআরএ বাতিল হয় গ্যাব্রিয়েল মার্টিনেলির গোল।
দ্বিতীয়ার্ধে নতুন রিক্রুট অ্যান্থনি বসিয়ে ক্রিশ্চিয়ানো রোনালদোকে মাঠে নামায় ম্যান ইউ। কিন্তু পুরোটা সয়য় যেন নিজের ছায়া হয়ে ছিলেন সিআরসেভেন।
বিরতির পর ম্যাচে ফিরতে মরিয়া আর্সেনাল। একের পর আক্রমণে ব্যস্ত রাখে রেডডেভিল রক্ষণ। ৬০ মিনিটে ওসাকার গোলে সমতায়ও ফিরেছিলো গানাররা।
তবে, তখনও বাকি মার্কাশ রাশফোর্ডের ঝলক। ৬ মিনিটের ব্যবধানে ম্যান ইউকে ফের লিড এনে দেন ইংলিশ ফরোয়ার্ড।
৯ মিনিট পর এরিকসেনের সহায়তায় গোলের জোড়া পূর্ন করেন রাশফোর্ড, দলের তৃতীয়। তাতেই পূর্ণ পয়েন্ট রেডডেভিলদের।
টানা চার জয়ে পয়েন্ট টেবিলের পাঁচে উঠে এসেছে ম্যানচেস্টার ইউনাইটেড। বিপরীতে হারলেও ১৫ পয়েন্ট নিয়ে এখনও শীর্ষে আর্সেনাল।