ইংলিশ প্রিমিয়ার লিগে আর্সেনালকে ৪-১ গোলে বিধ্বস্ত করেছে ম্যানচেস্টার সিটি
![](https://www.satv.tv/wp-content/uploads/2023/10/lazy-Copy.jpg)
এস. এ টিভি
- আপডেট সময় : ০১:২৮:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ এপ্রিল ২০২৩
- / ১৫৭৩ বার পড়া হয়েছে
ইংলিশ প্রিমিয়ার লিগের গুরুত্বপূর্ন ম্যাচে আর্সেনালকে ৪-১ গোলে বিধ্বস্ত করেছে ম্যানচেস্টার সিটি। এতে লিগ শিরোপা জয়ের রেসে অনেকটাই এগিয়ে গেলো সিটিজেনরা।
রাতের অপর ম্যাচে ওয়েস্ট হামকে ২-১ গোলে হারিয়েছে লিভারপুল আর ব্রেন্টফোর্ডের কাছে ২-০ গোলে হেরেছে চেলসি। ইতিহাদে ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক সিটি। এগিয়ে যেতেও সময় লাগেনি, ম্যাচের সপ্তম মিনিটে কেভিন ডি-ব্রুইনার গোলে লিড পায় তারা। প্রথমার্ধেই ব্যবধান বাড়ান জন স্টোনস। বিরতির পরও ঘোছালো ম্যান সিটি। ৫৪ মিনিটে নিজের দ্বিতীয় গোলে স্কোরলাইন ৩-০ করেন ডি-ব্রুইনা। নির্ধারিত সময়ের খেলা শেষ হওয়ার চার মিনিট আগে ব্যবধান কমায় আর্সেনাল। তবে অতিরিক্ত সময়ে আর্লিং হালান্ডের গোলে বড় জয় পায় সিটি। ৩৩ ম্যাচে ৭৫ পয়েন্ট আর্সেনালের। দুই ম্যাচ কম খেলে ৭৩ পয়েন্ট নিয়ে তালিকার দ্বিতীয়স্থানে ম্যান সিটি।