ইংলিশ প্রিমিয়ার লিগে জয় পেয়েছে বার্নলি

এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:৩৭:২৪ অপরাহ্ন, শুক্রবার, ২২ এপ্রিল ২০২২
- / ১৫৬৭ বার পড়া হয়েছে
ইংলিশ প্রিমিয়ার লিগে জয় পেয়েছে বার্নলি। ঘরের মাঠে সাউথহাম্পটনকে ২-০ গোলে হারিয়েছে মাইক জ্যাকসনের দল।
ঘরের মাঠে শুরু থেকেই প্রতিপক্ষের উপর চড়াও হয় বার্নলি। এগিয়ে যায় ম্যাচের শুরুতেই। ১২ মিনিটে জশ ব্রাউনহিলের বাড়ানো বলে ডি-বক্সের বাইরে থেকে দারুন এক গোল করে দলকে এগিয়ে দেয় বার্নলি তারকা কনর রবার্টস। বিরতিতে যাওয়ার আগে লিড দুগুন করে ক্লারেটসরা। ৪৪ মিনিটে দারুণ এক হেডে গোল করেন মাথান কলিন্স। বিরতি থেকে ফিরেও আক্রমনাত্নক বার্নলি। গুটি কয়েক আক্রমন করেছে সাউথহাম্পটন ও। তবে বার্নলি ডিফেন্স ভেদ করতে ব্যার্থ সেইন্টসরা। বাকি সময়ে আর কোন গোল না হলে ২-০ গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে মাইক জ্যাকসনের শীষ্যরা।