ইংলিশ প্রিমিয়ার লিগে জয় পেয়েছে টটেনহাম
এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:৩৪:৪১ অপরাহ্ন, শুক্রবার, ১৩ মে ২০২২
- / ১৫৪৩ বার পড়া হয়েছে
ইংলিশ প্রিমিয়ার লিগে জয় পেয়েছে টটেনহাম। ইংলিশ জায়ান্ট আর্সেনালকে ৩-০ গোলে হারিয়েছে স্পাউরসরা।
প্রতিপক্ষের মাঠে শুরুটা ভাল করেছিল গানাররা। তবে কয়েকবার সুযোগ তৈরি করেও কাজে লাগাতে পারেনি আর্তেতার শীর্ষ্যারা। ম্যাচের ২২ মিনিটে টটেনহাম তারকা হিউন মিন সনকে ফাউল করলে পেনাল্টি পায় অ্যান্টোনিও কোন্টের দল। সফল স্পট কিকে দলকে এগিয়ে দেয় হ্যারি কেইন। ৩৭ মিনিটে সনের নেওয়া কর্নারে রদ্রিগোর টাচে নিচু হেডে বল জালে জড়ান হ্যারি কেইন। দল এগিয়ে যায় ২-০ গোলে। দ্বিতীয়ার্ধে শুরুতে দলকে ৩-০ গোলে এগিয়ে দেন টটেনহামের কোরিয়ান তারকা সন হিউং-মিন। ম্যাচের বাকি সময়ে আর গোল না হলে বড় জয় নিয়ে মাঠ ছাড়ে টটেনহাম। এ জয়ে টিকে রইল স্পাউরসদের চ্যাম্পিয়ন্স লিগে খেলার স্বপ্ন।