ইংলিশ প্রিমিয়ার লিগে টানা তৃতীয় জয় পেয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড
এস. এ টিভি
- আপডেট সময় : ০৯:১৩:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ২ সেপ্টেম্বর ২০২২
- / ১৫৫১ বার পড়া হয়েছে
ইংলিশ প্রিমিয়ার লিগে টানা তৃতীয় পেয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। এবার লেস্টার সিটিকে ১-০ গোলে হারিয়েছে রেডডেভিলরা। ম্যাচ জুড়ে আধিপত্য দেখালেও তেমন গোলের সুযোগ তৈরি করতে পারেনি ম্যান ইউ।
জেডন সানচোর একমাত্র গোল ব্যবধান গড়ে দিয়েছে ম্যাচের। ২৩ মিনিটে ম্যান ইউকে এগিয়ে দেন সানচো। প্রথমার্ধেই ব্যবধান বাড়ানোর সুযোগ পেয়েছিলো রেডডেভিলরা, কিন্তু সফল হয়নি। দ্বিতীয়ার্ধেও ছিলো একই চিত্র। গোল পরিশোধের হাফ চান্স পেলেও কাজে লাগাতে পারেনি লেস্টার সিটি। টানা তিন ম্যাচে একই একাদশ নামালেন ইউনাইটেড কোচ টেন হাগ। তিন ম্যাচেই বেঞ্চে থাকতে হয় ক্রিশ্চিয়ানো রোনালদোকে। ৫ ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে আছে ম্যানচেস্টার ইউনাইটেড। সমান ম্যাচে শতভাগ জয়ে ১৫ পয়েন্ট নিয়ে শীর্ষে আর্সেনাল। ১ পয়েন্ট নিয়ে সবার নিচে লেস্টার সিটি।