ইংলিশ প্রিমিয়ার লিগে রাতে মাঠে নামবে লিভারপুল ও ম্যানচেস্টার
এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:৫৭:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ এপ্রিল ২০২২
- / ১৫৮৮ বার পড়া হয়েছে
ইংলিশ প্রিমিয়ার লিগের হাইভোল্টেজ ম্যাচে রাতে মাঠে নামবে দুই ইংলিশ জায়ান্ট লিভারপুল ও ম্যানচেস্টার ইউনাইটেড। অ্যানফিল্ডে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ১টায়।
মাঠের লড়াইয়ে উড়ছে লিভারপুল। এফএ কাপের সেমিফাইনালে ম্যান সিটিকে হারিয়ে নিশ্চিত করেছে ফাইনাল। পৌঁছেছে চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালেও। এছাড়া প্রিমিয়ার লিগের শিরোপার দৌড়েও নিশ্বাস ফেলছে সিটির ঘাড়ে। ঘরের মাঠে তাই এ ম্যাচে ফেভারিট অলরেডরাই। অন্যদিকে মাঠের খেলায় বাজে সময় পার করছে ম্যান ইউ। লিগ শিরোপা দৌড়ে ছিটকে গেছে অনেক আগেই। লড়াইটা এখন শীর্ষ চারে টিকে থাকার। শেষ ম্যাচে ক্রিশ্চিয়ানো রোনালদোর হ্যাটট্রিকে নরউইচ সিটির বিপক্ষে ৩-২ গোলের জয় কিছুটা আত্নবিশ্বাস যোগাবে রেডডেভিল শিবিরে।