ইংলিশ প্রিমিয়ার লিগে রাতে ম্যানচেস্টার ইউনাইটেডের মুখোমুখি হবে ওয়াটফোর্ড
এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:০৭:০৬ অপরাহ্ন, রবিবার, ২২ ডিসেম্বর ২০১৯
- / ১৫৩৭ বার পড়া হয়েছে
ইংলিশ প্রিমিয়ার লিগে রাতে ম্যানচেস্টার ইউনাইটেডের মুখোমুখি হবে ওয়াটফোর্ড। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ৮টায়। অপর ম্যাচে লন্ডনে রাত সাড়ে ১০টায় চেলসিকে আতিথ্য দেবে টটেনহাম হটস্পাররা।
মৌসুমের শুরুটা তেমন একটা ভাল হয়নি ম্যানইউয়ের। সম্প্রতি ড্র আর জয়ের দোলাচালে সময়টা পার করছে রেড ডেভিলরা। ১৭ ম্যাচে ৬টিতে জয়, ৪টিতে হার আর ৭ ড্রয়ে ২৫ পয়েন্ট নিয়ে টেবিলের ছয়ে ইংলিশ জায়ান্টরা। সবশেষ ম্যাচে এভারটনের সঙ্গে ড্র করলেও, ম্যানচেস্টার সিটি আর টটেনহামের বিপক্ষে দারুণ জয়ে বেশ আত্মবিশ্বাসী তারা। এবার ম্যানচেস্টার ইউনাইটেডের প্রতিপক্ষ অপেক্ষাকৃত দুর্বল ওয়াটফোর্ড। ১৭ ম্যাচে মাত্র ৯ পয়েন্ট নিয়ে টেবিলের তলানীতে ওয়ার্টফোর্ড। তাদের ঝুলিতে মাত্র ১টি জয়। তাই প্রতিপক্ষের মাঠে খেলা হলেও, ফেভারিটের তকমা নিয়েই মাঠে নামবে রেড ডেভিলরা।