ইংলিশ প্রিমিয়ার লিগে হোচট খেয়েছে লিভারপুল ও টটেনহাম
- আপডেট সময় : ০৮:৪৩:২৬ অপরাহ্ন, সোমবার, ৮ নভেম্বর ২০২১
- / ১৫৫৪ বার পড়া হয়েছে
ইংলিশ প্রিমিয়ার লিগে হোচট খেয়েছে লিভারপুল ও টটেনহাম। ওয়েস্ট হামের কাছে ৩-২ গোলে হেরেছে অলরেডরা। আর এভারটনের সঙ্গে গোলশূন্য ড্র করেছে টটেনহাম। তবে, জিতেছে আর্সেনাল। ওয়াটফোর্ডকে ১-০ গোলে হারিছে গানার শিবির।
আসরে ১১তম ম্যাচে এই প্রথম হারের মুখ দেখলো লিভারপুল। ম্যাচ শুরুর ৫ মিনিটে কর্নার পায় স্বাগতিক ওয়েস্ট হাম। লিভারপুলের গোলরক্ষক অ্যালিসন বেকার বল রুখতে গিয়ে আত্মঘাতি গোল করে বসেন। আর এই গোলেই পিছিয়ে পড়ে অল রেডরা। ৪১ মিনিটে আলেক্সান্ডারের গোলে সমতা ফেরে লিভারপুল। যদিও বিরতির পর আবারও হতাশ করে ক্লপ শীষ্যরা। ৬৭ আর ৭৪ মিনিটে পিছিয়ে পড়ে অলরেড শিবির। ৮৩ মিনিটে এক গোল শোধ দিলেও শেষ পর্যন্ত আর হার এড়াতে পারেনি লিভারপুল। অন্য ম্যাচে ওয়াটফোর্ড-আর্সেনাল শুরু থেকে সমান তালে লড়াই করে। তবে ম্যাচের শেষের সাফল্য পায় আর্সেনাল। ৮৯ মিনিটে ওয়াটফোর্ডের জালে বল জড়ান এমিলি স্মিথ রো। ফলে হার নিয়ে মাঠ ছাড়ে ওয়াটফোর্ড।