ইউএনও ওয়াহিদা খানমের ওপর হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দেয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
এস. এ টিভি
- আপডেট সময় : ০১:৩২:১২ অপরাহ্ন, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২০
- / ১৫২৯ বার পড়া হয়েছে
দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার ইউএনও ওয়াহিদা খানমের ওপর হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দেয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। সকালে নিজ বাসায় সাংবাদিকদের একথা জানান তিনি। এদিকে, ওয়াহিদা খানমের অবস্থা এখন কিছুটা স্থিতিশীল। তবে ৭২ ঘন্টা পর্যবেক্ষণে রাখা হয়েছে বলে চিকিৎসকরা জানিয়েছেন।
এদিকে প্রথম অস্ত্রোপচারের ১১ ঘন্টা পর জ্ঞান ফেরে ওয়াহিদা খানমের। বৃহস্পতিবার রাতে রাজধানীর আগারগাঁওয়ের নিউরো সায়েন্স হাসপাতালে তার অপারেশন হয়।চিকিৎসকরা জানান, দুর্বৃত্তের হামলায় ইউএনও ওয়াহিদার মাথার বাঁ-দিকটা বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। মাথার কিছু অংশ ভেঙে মস্তিষ্কের ভেতরে প্রেসার তৈরি করেছে। অস্ত্রোপচারের মাধ্যমে সেটি অপসারণ করা গেলে অবস্থার উন্নতি হবে এমন আশা থেকেই তার অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেয়া হয়।