ইউক্রেন থেকে হাদিসুরের মরদেহ ঢাকায়

এস. এ টিভি
- আপডেট সময় : ০২:৪২:৪৮ অপরাহ্ন, সোমবার, ১৪ মার্চ ২০২২
- / ১৫৫৭ বার পড়া হয়েছে
বাংলার সমৃদ্ধির নাবিক ইঞ্জিনিয়ার হাদিসুর রহমানের মরদেহ ঢাকায় পৌঁছেছে। দুপুর ১২টার দিকে তাকে বহনকারী উড়োজাহাজ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে অবতরণ করে। তার মরদেহ গ্রামের বাড়িতে নিতে বিমানবন্দরে এসেছে স্বজনরা। সেখানে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।
গতকাল মরদেহ পৌঁছানোর কথা ছিলো। অতিরিক্ত তুষারপাতের কারণে বিমানের নির্ধারিত শিডিউল বাতিল হয়। ফলে পিছিয়ে যায় মরদেহ আনার সময়।শুক্রবার ভোরে ইউক্রেনের বাংকারের ফ্রিজ থেকে হাদিসুরের মরদেহ একটি ফ্রিজিং গাড়িতে মলদোভায় পাঠানো হয়। ঢাকায় আনুষ্ঠানিকতা শেষে বরগুনা জেলা প্রশাসনের সহযোগিতায় মরদেহ নিয়ে যাওয়া হবে জন্মস্থান হোসনাবাদ গ্রামে। ইউক্রেনে বাংলার সমৃদ্ধি জাহাজে রকেট হামলায় নিহত হন জাহাজের থার্ড ইঞ্জিনিয়ার হাদিসুর রহমান। জাহাজে থাকা বাকি ২৮ নাবিক তিন দিন আগে দেশে ফিরেছেন।