ইউক্রেন বাহিনী রাশিয়ার এক হাজারের বেশি ট্যাংক ধ্বংস করেছে: ভলোদিমির জেলেনস্কি
- আপডেট সময় : ০৮:০০:৪২ অপরাহ্ন, রবিবার, ১ মে ২০২২
- / ১৫৬৮ বার পড়া হয়েছে
ইউক্রেন বাহিনী রাশিয়ার এক হাজারের বেশি ট্যাংক ধ্বংস করেছে বলে দাবি করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। এছাড়া রুশ বাহিনীর দুইশ’ বিমান এবং আড়াই হাজার সাঁজোয়া যান ধ্বংস করা হয়েছে বলেও জানান তিনি। মার্কিন সংবাদমাধ্যম সিএনএন রোববার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
এই ক্ষয়ক্ষতির পরও রাশিয়ান সেনাদের আরও আক্রমণ চালানোর মতো রণসরঞ্জাম রয়েছে উল্লেখ করে জেলেনস্কি বলেন, অবশ্যই দখলদারদের এখনও রণসরঞ্জাম মজুদ আছে। ইউক্রেন ভূখণ্ডে আঘাত করতে তাদের কাছে এখনও ক্ষেপণাস্ত্র রয়েছে।কিন্তু এই যুদ্ধ ইতোমধ্যে রাশিয়াকে এতটাই দুর্বল করে দিয়েছে যে, তাদের মস্কোতে কুচকাওয়াজের জন্য আরও কম সামরিক সরঞ্জাম রাখার পরিকল্পনা করতে হবে। ৯ মে রাশিয়া দ্বিতীয় বিশ্বযুদ্ধে সোভিয়েত ইউনিয়নের কাছে জার্মান আত্মসমর্পণের দিন স্মরণে রেড স্কোয়ারে ঐতিহ্যবাহী বিজয় দিবসের কুচকাওয়াজ করার পরিকল্পনা করেছে।সেই বিষয়টিই ইঙ্গিত করেছেন জেলেনস্কি। ইউক্রেনের প্রেসিডেন্ট আরও বলেন, আগ্রাসন শুরুর পর রাশিয়া ইতোমধ্যেই ২৩,০০০ সৈন্য হারিয়েছে।