ইউক্রেনকে চাপ দেয়ার নির্দেশ দিয়েছিল প্রেসিডেন্ট ট্রাম্প
এস. এ টিভি
- আপডেট সময় : ০৪:৫৩:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০১৯
- / ১৫৪৩ বার পড়া হয়েছে
সাবেক মার্কিন ভাইস প্রেসিডেন্ট জো বাইডেনের বিরুদ্ধে তদন্ত করতে ইউক্রেনকে চাপ দেয়ার নির্দেশ দিয়েছিল প্রেসিডেন্ট ট্রাম্প। অভিশংসন তদন্তের প্রকাশ্য শুনানিতে এমন সাক্ষী দিয়েছেন ইউরোপীয় ইউনিয়নে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত গর্ডন সন্ডল্যান্ড।
সন্ডল্যান্ড বলেন, ট্রাম্প চেয়েছিলেন তার ব্যক্তিগত আইনজীবী ও সাবেক নিউইয়র্ক মেয়র রুডি গিউলিয়ানি ইউক্রেনের সঙ্গে কূটনৈতিক সম্পর্কের নেতৃত্বে থাকবেন। পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জন বল্টন সবই জানতেন বলে তিনি দাবি করেন। বাইডেনের বিরুদ্ধে তদন্ত না করলে ইউক্রেনকে কোন সাহায্য করা হবে না বলেও হুমকি দেয়া বলে জানান তিনি।