ইউক্রেনকে ৩৮০ কোটি মার্কিন ডলার সামরিক সহায়তা দিয়েছে যুক্তরাষ্ট্র
এস. এ টিভি
- আপডেট সময় : ০৪:৩৫:০৮ অপরাহ্ন, শনিবার, ৭ মে ২০২২
- / ১৫৪৩ বার পড়া হয়েছে
রুশ আগ্রাসন শুরুর পর থেকে ইউক্রেনকে ৩৮০ কোটি মার্কিন ডলার সামরিক সহায়তা দিয়েছে যুক্তরাষ্ট্র। দেশটির পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন সংবাদ মাধ্যমকে এ তথ্য জানিয়েছে।
ইউক্রেনকে সর্বশেষ দেড়শ মিলিয়ন মার্কিন নিরাপত্তা সহায়তা প্যাকেজ দেওয়ার পর দেশটির মোট মার্কিন সহায়তার পরিমান ৩৮০ কোটি মার্কিন ডলারে পৌঁছায় বলে বিঙ্কেন জানান। এক বিবৃতিতে ইউক্রেনকে আরও সামরিক সহায়তার ঘোষণা দিয়ে বিঙ্কেন বলেন, ইউক্রেনের স্বাধীনতা রক্ষার জন্য কার্যকরভাবে ব্যবহার করা অস্ত্র সরবরাহ করা হবে।
অন্যদিকে, ইউক্রেনকে সাতটি দূরপাল্লার হাউইটজার কামান সরবরাহ করবে জার্মানি। শুক্রবার জার্মান প্রতিরক্ষামন্ত্রী ক্রিস্টিন ল্যামব্রেখট এই তথ্য জানিয়েছেন।