ইউক্রেনে টানা সাত দিন ধরে রাশিয়ার হামলা অব্যাহত
- আপডেট সময় : ০৮:১১:৫৬ অপরাহ্ন, বুধবার, ২ মার্চ ২০২২
- / ১৫৫১ বার পড়া হয়েছে
ইউক্রেনে টানা সাত দিন ধরে রাশিয়ার হামলা অব্যাহত রয়েছে। একের পর এক হামলা চলছে ইউক্রেনের বিভিন্ন শহরে। একই সাথে বাড়ছে মরদেহের মিছিলে। এদিকে, দ্রুত ইউরোপীয় ইউনিয়নের সদস্যপদ দিয়ে ইউক্রেনের পাশে থাকার প্রমাণ চেয়েছেন দেশটির প্রেসিডেন্ট জেলেনস্কি।
ইউক্রেনে টানা ৭ দিন ধরে হামলা অব্যাহত রেখেছে রাশিয়া। এ পর্যন্ত ইউক্রেনে রাশিয়ার হামলায় হতাহতের সংখ্যা ৫৩৬ জন। সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত দেশটিতে রাশিয়ার হামলায় শিশুসহ আরও ১১ জন নিহত হয়েছেন। তবে, হতাহতের প্রকৃত সংখ্যা অনেক বেশি হতে পারে বলে জানিয়েছে জাতিসংঘ।
দেশ প্রেমের টানে, রাশিয়ার সেনাদের বিরুদ্ধে লড়াইয়ে অংশ নিতে এখন পর্যন্ত বিদেশ থেকে ৮০ হাজার ইউক্রেনীয় নাগরিক দেশে ফিরেছেন। ইউক্রেনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য জানায়।
রুশ হামলা প্রতিহত করতে, ন্যাটোর তিনটি দেশ বুলগেরিয়া, পোল্যান্ড ও স্লোভাকিয়া ইউক্রেনে ৭০টি যুদ্ধবিমান পাঠাচ্ছে বলে জানিয়েছে দেশটির নৌবাহিনী। প্রয়োজনে তারা পোল্যান্ডের বিমানঘাঁটি ব্যবহার করতে পারবে ।
অস্থির জ্বালানি তেলের বাজারে স্থিতিশীলতা আনতে জরুরি ভিত্তিতে ৬ কোটি ব্যারেল পেট্রোলিয়াম সরবরাহের সিদ্ধান্ত নিয়েছে ইন্টারন্যাশনাল এনার্জি এজেন্সি। এই সরবরাহে ৩ কোটি ব্যারেল পেট্রোলিয়াম আসবে যুক্তরাষ্ট্র থেকে। গতকাল আইইজের বৈঠকে এই ঘোষণা দেন দেশটির প্রেসিডেন্ট জো বাইডেন।
এদিকে, একের পর এক নিষেধাজ্ঞার কবলে রাশিয়া। নিষেধাজ্ঞা দেয়া থেকে বাদ যায়নি প্রযুক্তি প্রতিষ্ঠান অ্যাপল। টেক জায়ান্ট অ্যাপল রাশিয়ায় তাদের পণ্য বিক্রিতে বিরতি দেয়ার পাশাপাশি পেমেন্টস সিস্টেম অ্যাপল পে এবং লাইভ ট্রাফিক ট্র্যাকিংয়ের মতো অন্যান্য সেবাও সীমিত করেছে। একইসঙ্গে, বিশ্বের অন্যতম বিমান নির্মাণকারী প্রতিষ্ঠান বোয়িং , রাশিয়ার অংশীদারদের সঙ্গে সম্পর্ক ছিন্ন করছে। একই সাথে, যুক্তরাষ্ট্র সহ আরো ৩৬ টি দেশের এয়ার স্পেস থেকে নিষিদ্ধ করা হয়েছে রাশিয়াকে।
ইউক্রেনে রাশিয়ার আক্রমণে যোগদান ও সহায়তা করার জন্য বেলারুশের জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তাদের বিরুদ্ধে প্রথম দফায় এ নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাজ্য।
ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযানের সঙ্গে ১৯৭৯ সালে আফগানিস্তানে সাবেক সোভিয়েত ইউনিয়নের হামলার মিল পাচ্ছেন সাবেক মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন।