ইউক্রেনে বাংলাদেশী জাহাজে রকেট হামলায় নাবিক হাদিসুর রহমানের মৃত্যু
- আপডেট সময় : ০৬:০১:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ মার্চ ২০২২
- / ১৫৪২ বার পড়া হয়েছে
ইউক্রেনের কৃষ্ণসাগর তীরের অলভিয়া বন্দরে আটকা পড়া জাহাজে রকেট হামলায় মারা গেছেন নাবিক হাদিসুর রহমান। জাহাজে থার্ড ইঞ্জিনিয়ার হিসেবে কর্মরত ছিলেন তিনি। প্রিয়জন হারানোর শোকে স্তব্দ স্বজনরা। মরদেহ ফিরে পেতে সরকারের সহায়তা চান তারা। এদিকে, হামলার সময় জাহাজে থাকা বাকী ২৮ জন অক্ষত আছেন। উদ্ধারের আকুতি জানিয়েছেন তারা। ফিরিয়ে আনার চেষ্টা চলছে বলে জানিয়েছে বাংলাদেশ শিপিং করপোরেশন
প্রিয়জন হারানো শোকে এভাবেই কাঁদছেন স্বজনরা। শুধু পরিবার নয় বরগুনার বেতাগী উপজেলার হোসনাবাদ গ্রাম আজ শোকাচ্ছন্ন।
ভাঙা ঘরে থাকতে দেবে না, বোনের প্রতি হাদিসুর রহমানের এই অঙ্গীকার আজ শুধুই স্মৃতি।
হাদিসুর সর্বশেষ বাড়িতে এসেছিলেন ছয় মাস আগে। সেই স্মৃতি আঁকড়ে ধরে চলছে শোকের মাতম।
প্রিয়জনের মরদেহ ফিরে পেতে সরকারের সহায়তা চান স্বজনরা।
এদিকে বাংলার সমৃদ্ধ জাহাজে থাকা সেকেন্ড ইঞ্জিনিয়ার রবিউল আওয়াল সরকারের কাছে জীবন বাচাঁর আকুতি জানিয়ে এক ভিডিও বার্তায় বলেছেন, বাংলার সমৃদ্ধ জাহাজে পাওয়ার সাপলাই শেষ হয়ে গেছে। চলছে ইমারজেন্সি পাওয়ার সাপলাই। যা শেষ হলে জাহাজে থাকা বাকি ২৮জনের কেউই বেঁচে ফিরতে পারবেন না।
আর বাংলার সমৃদ্ধ জাহাজে থাকা আরেক ক্রু সদস্য ফারিয়াতুল জান্নাত তুলিও ভিডিও বার্তায় সরকারের কাছে বাঁচার আকুতি জানিয়েছেন।
বুধবার বাংলাদেশ সময় রাত ৯টা ২৫ মিনিটে ইউক্রেনের অলিভিয়া বন্দরে যুদ্ধ বিমানের গোলা আঘাতে প্রান হারান নাবিক হাদিসুর রহমান আরিফ।