ইউক্রেনে রাশিয়ার হামলার আজ ১৩ তম দিন
- আপডেট সময় : ০৩:৫৫:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ মার্চ ২০২২
- / ১৫৫৯ বার পড়া হয়েছে
রাশিয়ার হামলা শুরু হওয়ার ১৩ তম দিন আজ। এখন প্রায় প্রতিদিনই মানুষদের ঘুম ভাঙে বোমা, বিমান হামলা ও গোলার শব্দ শুনে। এরই মধ্যে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে তৃতীয় দফা বৈঠক কোনো উল্লেখযোগ্য অগ্রগতি ছাড়াই শেষ হয়েছে। তবে, যুদ্ধ জয়ের আগ পর্যন্ত লড়াই চালিয়ে যাবে বলে ঘোষণা দিয়েছেন ভলোদিমির জেলেনস্কি।
ইউক্রেনে রাশিয়ার ‘বিশেষ অভিযানের’ দ্বিতীয় সপ্তাহ চলছে। চলমান সংঘাতে ক্ষয়ক্ষতির সম্মুখীন হচ্ছে উভয় পক্ষই। এদিকে, সঙ্কট নিরসনে ৩য় দফা বৈঠকে সামান্য অগ্রগতি হয়েছে বলে জানা গেছে। তবে, চারটি শর্ত জুড়ে দিয়েছে রাশিয়া। ন্যাটোর সদস্য না হলে, ক্রিমিয়াকে স্বাধীনতা দিলে এবং ইউক্রেন নিরস্ত্র হলেই কেবল বন্ধ হবে হামলা।
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে অবাস্তব তথ্যের পেছনে না ঘুরে শান্তি আলোচনায় বসার আহ্বান জানিয়েছেন।
ইউক্রেনের খারকিভের কাছে যুদ্ধের সময় ভিটালি জেরাসিমোভ নামে রাশিয়ার সেনাবাহিনীর এক শীর্ষ কমান্ডার নিহত হয়েছে বলে জানিয়েছে ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের গোয়েন্দা সংস্থা।
রাশিয়ার আক্রমণের বিরুদ্ধে ইউক্রেনকে আত্মরক্ষার সহায়তার জন্য ন্যাটো সদস্যদের ইউক্রেনে যুদ্ধবিমান পাঠানোর অনুমতি দিয়েছে যুক্তরাষ্ট্র। ইউ এস সেক্রেটারি অফ স্টেট এন্টনি ব্লিঙ্কেন এক বিবৃতিতে এ তথ্য জানান।
আন্তর্জাতিক বিচার আদালতে ইউক্রেনের মামলার শুনানি বয়কট করেছে রাশিয়া। রাশিয়ার আইনি প্রতিনিধিত্ব ছাড়াই সোমবার জাতিসংঘের সর্বোচ্চ আদালতে মামলাটির শুনানি শুরু হয়েছে। চলমান সংকট ফলপ্রসূ সমাধান না আসায়, রাশিয়ার ওপর কূটনীতিক চাপ প্রয়োগ বাড়ানোর জন্য ভারত ও চীনের প্রতি আহ্বান জানিয়েছে যুক্তরাজ্য।
এদিকে, ইউক্রেন সরকারের কর্মকাণ্ড পরিচালনা, বেতন-ভাতা ও পেনশন প্রদানে সহায়তা করতে দেশটির জন্য ৭০ কোটি ডলারের জরুরি তহবিল বরাদ্দ দিয়েছে বিশ্ব ব্যাংক।
চলতি বছরের হিসেবে রুশ মুদ্রা রুবল ৯০ শতাংশ মান হারিয়েছে। রাশিয়ান মুদ্রা রুবল-এর এত বড় পতন স্মরণকালের মধ্যে আর হয়নি।
অভিযানের ১৩ তম দিনে ইউক্রেনের বেশ কয়েকটি শহর দখল করে নিয়েছে রুশ সেনারা। তবে, রাশিয়ার দাবি, ইউক্রেনে তাদের সামরিক অভিযানের অর্থ যুদ্ধ নয়। বরং বিশ্বব্যাপী একটি সম্ভাব্য যুদ্ধ প্রতিহত করার লক্ষ্যে এই অভিযান চালানো হচ্ছে।