ইউক্রেনে রুশ সামরিক হামলার আঁচ পেয়ে পূর্ব ইউরোপে সামরিক শক্তি বৃদ্ধি করছে ন্যাটো
- আপডেট সময় : ০১:৫২:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ জানুয়ারী ২০২২
- / ১৫৩৭ বার পড়া হয়েছে
ইউক্রেনে রুশ সামরিক হামলার আঁচ পেয়ে পূর্ব ইউরোপে সামরিক শক্তি বৃদ্ধি করছে পশ্চিমা সামরিক জোট ন্যাটো। চলমান রাশিয়া-ইউক্রেন সংকটে যুক্তরাষ্ট্রের সৈনিকদের সতর্ক থাকতে বলেছে মার্কিন প্রতিরক্ষা বিভাগ পেন্টাগন। এক সংক্ষিপ্ত বিবৃতিতে পেন্টাগন ৮ হাজার ৫শ’ মার্কিন সেনাকে উচ্চ-সতর্কতার অবস্থান নিতে বলেছে।
ইউক্রেনে যেকোনও মুহূর্তে হামলা চালাতে পারে রাশিয়া। বেশ কিছুদিন ধরেই ইউক্রেন সীমান্তজুড়ে সামরিক তৎপরতা বাড়িয়েছে মস্কো। সম্প্রতি সেই তৎপরতা আরও বেড়েছে বলে দাবি পশ্চিমা বিশ্বের। সম্ভাব্য রুশ সামরিক হামলার আঁচ পেয়ে পূর্ব ইউরোপে সামরিক শক্তি বৃদ্ধি করছে পশ্চিমা সামরিক জোট ন্যাটো। ওই অঞ্চলে যুদ্ধবিমান ও যুদ্ধজাহাজ প্রস্তুত রেখেছে জোট।
ন্যাটোর মহাসচিব জেনারেল জেনস স্টলটেনবার্গ গতকাল এক বিবৃতিতে জানান ন্যাটো তার মিত্রদের রক্ষায় সব ধরনের পদক্ষেপ গ্রহণ অব্যাহত রাখবে।ইউরোপের পূর্বাঞ্চলের মিত্রদের রক্ষায় সামরিক শক্তি বৃদ্ধির বিষয়টিও এসব পদক্ষেপের মধ্যে অন্তর্ভুক্ত। যেকোনো ধরনের হুমকি মোকাবিলায় জবাব দিতে প্রস্তুত তারা।
এছাড়া ইউক্রেনের পাশে থাকতে স্পেনও তাদের নৌশক্তি বাড়িয়েছে। যেকোনো ধরনের পরিস্থিতি মোকাবিলায় নেদারল্যান্ডস যুদ্ধজাহাজ ও স্থল সামরিক বাহিনী প্রস্তুত রেখেছে।
ইউক্রেন ইস্যু নিয়ে রাশিয়ার সঙ্গে যুক্তরাষ্ট্র দফায় দফায় বৈঠক করলেও কোন সমাধান আসেনি। চলমান রাশিয়া-ইউক্রেন সংকটে যুক্তরাষ্ট্রের সৈনিকদের সতর্ক থাকতে বলেছে মার্কিন প্রতিরক্ষা বিভাগ পেন্টাগন। এক সংক্ষিপ্ত বিবৃতিতে পেন্টাগন ৮ হাজার ৫শ’ মার্কিন সেনাকে উচ্চ-সতর্কতার অবস্থান নিতে বলেছে। ইউক্রেন সীমান্তে রাশিয়ার ১ লাখ সেনা সমাবেশকে কেন্দ্র করে এই পদক্ষেপ নিল পেন্টাগন।
যুক্তরাজ্যের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ইউক্রেনে অবস্থিত তাদের দূতাবাস থেকে কিছু কর্মী সরিয়ে নিয়েছে। রাশিয়ার হামলার হুমকির কারণেই এ সিদ্ধান্ত। তবে জরুরি কাজে দূতাবাস খোলা থাকবে।
এদিকে জাপানের মন্ত্রিসভার ঊর্ধ্বতন সদস্য, চিফ কেবিনেট সেক্রেটারি হিরোকাজু মাৎসুনো গতকাল এক সংবাদ সম্মেলনে ইউক্রেন থেকে জাপানি নাগরিকদের অন্যত্র সরে যাওয়ার আহ্বান জানান।