ইউক্রেনের উত্তর-পূর্বাঞ্চলে সামরিক বিমান বিধ্বস্ত হয়ে অন্তত ২২ জন নিহত

এস. এ টিভি
- আপডেট সময় : ০১:৪২:৪৫ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২০
- / ১৫৪৫ বার পড়া হয়েছে
ইউক্রেনের উত্তর-পূর্বাঞ্চলে সামরিক বিমান বিধ্বস্ত হয়ে অন্তত ২২ জন নিহত হয়েছেন।
শুক্রবার সন্ধ্যায় একটি সামরিক বিমানবন্দর থেকে মাত্র দুই কিলোমিটার দূরে বিমানটি বিধ্বস্ত হয়।উড়োজাহাজটিতে ২৮ জন আরোহী ছিলেন। দুর্ঘটনায় দুজন গুরুতর আহত হয়েছে বলে জানিয়েছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। বাকি চারজনকে উদ্ধারে অভিযান চলছে। বিমানটিতে খারকিভ এয়ার ফোর্সের প্রশিক্ষণার্থীরা ছিলেন। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করেছে দেশটির কর্তৃপক্ষ।