ইউক্রেনের একটি রেলস্টেশনে ক্ষেপণাস্ত্র হামলা
- আপডেট সময় : ০৯:৪১:১২ অপরাহ্ন, শুক্রবার, ৮ এপ্রিল ২০২২
- / ১৫৪৮ বার পড়া হয়েছে
ইউক্রেনের পূর্বাঞ্চলীয় প্রদেশ দোনেৎস্কের ক্রামাতোরস্ক শহরের একটি রেলস্টেশনে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। ইউক্রেনীয় কর্মকর্তারা বলছেন, রুশ বাহিনীর এ হামলায় অন্তত ৩০ বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও শতাধিক। তবে রেলস্টেশনে হামলার অভিযোগ নাকচ করে দিয়েছে রাশিয়া।
ইউক্রেনের কেন্দ্রীয় রেল পরিষেবা বিভাগ জানিয়েছে, শুক্রবার সকালের দিকে পরপর ২টি রকেট আঘাত হানে ওই স্টেশনটিতে। এ সময় স্টেশনে অনেক মানুষ অপেক্ষা করছিলেন। হামলার অভিযোগ অস্বীকার করে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, ক্রামাতোরস্ক রেলস্টেশনে যে ধরনের ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে তা শুধুমাত্র ইউক্রেনীয় সেনাবাহিনীই ব্যবহার করে। ইউক্রেনের পূর্বাঞ্চলের যে কয়েকটি রেলস্টেশন এখনও যাত্রীসেবা দিয়ে যাচ্ছে তার মধ্যে ক্রামাতোরস্ক শহরের ওই স্টেশনটি অন্যতম। রুশ সামরিক অভিযান শুরুর পর থেকে ইউক্রেনের পূর্বাঞ্চলীয় যাত্রীদের নিরাপদস্থানে সরিয়ে আনার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ রুট হিসেবে ব্যবহৃত হচ্ছে ক্রামাতোরস্ক।