ইউক্রেনের দুর্দিনে শুধুই দর্শক পশ্চিমারা
- আপডেট সময় : ০৯:০১:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ২৫ ফেব্রুয়ারী ২০২২
- / ১৫৫৬ বার পড়া হয়েছে
ইউক্রেনের দুর্দিনে নিষেধাজ্ঞা দেয়া ছাড়া পাশে নেই পশ্চিমা দেশগুলো। এমনটা কল্পনাতেও ভাবতে পারেননি ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তাই নিজের ভাষণে পশ্চিমা নেতাদের ওপর তীব্র ক্ষোভ ঝেড়ে অভিযোগ করেন, বিশ্ব নেতারা রুশ আগ্রাসন চেয়ে চেয়ে দেখছে, আর নিজেদের ফায়দা লুটছে।
যে পশ্চিমাদের ওপর ভর করে ইউক্রেন এত দূর এসেছে, সেই পশ্চিমারা বিপদের এ দুর্দিনে শুধুই দর্শক। এমনটা হয়তো কল্পনাতেও ভাবতে পারেননি ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তাই তো শুক্রবার তার ভাষণে রীতিমতো ক্ষোভ ঝাড়েন পশ্চিমা নেতাদের ওপর। বলেন বিশ্ব নেতারা রুশ আগ্রাসন চেয়ে চেয়ে দেখছে আর নিজেদের ফায়দা লুটছে। মাঠে তিনি শুধু একাই লড়াই করছেন।
ইউক্রেনে হামলার কারণে রাশিয়ার ওপর আন্তর্জাতিকভাবে আসছে একের পর এক নিষেধাজ্ঞা। নিষেধাজ্ঞা ঘোষণায় শামিল হচ্ছে নতুন নতুন দেশ। দ্বিতীয় দফায় নিষেধাজ্ঞা ঘোষণা করেছে ইউরোপীয় ইউনিয়ন, যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য, কানাডা, নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়া, তাইওয়ান ও জাপান।
বৃহস্পতিবার মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন রাশিয়ার ওপর নতুন করে নিষেধাজ্ঞার ঘোষণা দেন। এই নিষেধাজ্ঞার ফলে রাশিয়ার প্রায় এক ট্রিলিয়ন ডলার মূল্যের সম্পদ আটকে যেতে পারে। এছাড়াও জব্দ করা হয়েছে আমেরিকায় থাকা রাশিয়ার সব সম্পদ।
আন্তর্জাতিক অপরাধ আদালত- আইসিসির প্রসিকিউটর করিম খান ইউক্রেনে হামলার বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করে বলেন, নিরীহ সাধারণ মানুষের ওপর টার্গেট করে হামলা চালিয়ে যুদ্ধাপরাধ করছে রাশিয়া। বিষয়টি খতিয়ে দেখবে আন্তর্জাতিক অপরাধ আদালত।যুদ্ধ থামাতে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে ফোন করেছেন ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁ। ফোনকলে পুতিনকে সামরিক অভিযান বন্ধের আহ্বান জানান।বিশ্ব যখন এ হামলার প্রতিবাদে মুখর তখন ইউক্রেনে রাশিয়ার সামরিক আগ্রাসনের জন্য যুক্তরাষ্ট্রকে দায়ী করেছে চীন।
যুদ্ধ ঘোষণার প্রায় ৪৮ ঘণ্টা পর ইউক্রেনকে আলোচনায় বসার বার্তা দিয়েছে মস্কো। রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ জানিয়েছেন, ইউক্রেনের সেনারা যদি অস্ত্র সমর্পণ করে তাহলে তারা আলোচনায় বসতে প্রস্তুত।