ইউক্রেনের পূর্বাঞ্চলে সেনা পাঠানোর নির্দেশ পুতিনের
- আপডেট সময় : ০৪:৫২:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ ফেব্রুয়ারী ২০২২
- / ১৫৮৯ বার পড়া হয়েছে
ইউক্রেনের পূর্বাঞ্চলে মস্কো সমর্থিত বিদ্রোহীদের দখলে থাকা দোনেৎস্ক ও লুহানস্ক অঞ্চলে সেনা পাঠানোর নির্দেশ দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। গতকাল এক টেলিভিশন ভাষণে পুতিন বলেন ইউক্রেন রাশিয়ার ইতিহাসের অবিচ্ছেদ্য ভূমি ছিল।
এর আগে ইউক্রেন থেকে আলাদা হতে চাওয়া ওই অঞ্চল ২টিকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেন পুতিন। এমন ঘোষণার পর পরই জরুরি বৈঠকে বসে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ। দোনেৎস্ক ও লুহানস্ককে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দেয়ার কারণে পুতিনের ‘অবৈধ’ আগ্রাসনের তীব্র নিন্দা জানান ইউক্রেনের প্রতিনিধি সার্জেই কিসলিতসা।এছাড়াও পুতিন বলেন, ইউক্রেন যদি ন্যাটোতে যোগ দেয় তাহলে সেটা রাশিয়ার নিরাপত্তার জন্য সরাসরি হুমকি হয়ে দাঁড়াবে। এদিকে রুশ প্রেসিডেন্টর এই পদক্ষেপে এরই মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা, ইউরোপীয় ইউনিয়ন এবং অন্যান্য ইউরোপীয় দেশগুলি রাশিয়ার উপর অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করেছে।