ইউক্রেনের বিভিন্ন শহরে অভিযান অব্যাহত রেখেছে রুশ সেনারা
- আপডেট সময় : ০২:১২:৪৩ অপরাহ্ন, বুধবার, ২৩ মার্চ ২০২২
- / ১৫২১ বার পড়া হয়েছে
যুদ্ধের ২৮ তম দিনে এসেও রুশ সেনারা ইউক্রেনের বিভিন্ন শহরে অভিযান অব্যাহত রেখেছে। গতকাল কিয়েভে পর পর কয়েকটি ভয়াবহ বিস্ফোরণ ঘটেছে। তবে, কঠোর হাতে প্রতিরোধ করে ইউক্রেনের মাকারিভ শহর দখলমুক্ত করতে সক্ষম হয়েছে ইউক্রেন সেনারা। এদিকে নিজেদের অস্তিত্ত্ব সঙ্কটে পড়লে পরমাণু অস্ত্র ব্যাবহার করার হুঁশিয়ারি দিয়েছে রাশিয়া। ইউক্রেন ইস্যুতে কাল ন্যাটো সম্মেলনে ও জাপানের পার্লামেন্টে ভাষণ দেবেন ইউক্রেনের প্রেসিডেন্ট জেলনস্কি। বৃহস্পতিবার থেকে ইউরোপ সফর শুরু করছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।
ইউক্রেনের মাকারিভ শহরে রুশ বাহিনীর বিরুদ্ধে লড়াইয়ে জিতে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার দাবি করছে দেশটির সেনারা। অন্যদিকে, গতকাল কিয়েভে ভয়াবহ বিস্ফোরণে পাঁচজন নিহত হয়েছে। এই পরিস্থিতিতে ইউক্রেনের সঙ্গে প্রথমবারের মতো যুদ্ধবন্দী বিনিময়ের কথা স্বীকার করেছে রাশিয়া। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে আবারও সরাসরি আলোচনায় বসার আহ্বান জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলোদিমির জেলেনস্কি। ইতালির পার্লামেন্টে দেয়া ভাষণে আবারো আহ্বান জানান তিনি। এদিকে, ইউক্রেন ইস্যুতে কাল ন্যাটো সম্মেলনে ও জাপানের পার্লামেন্টে ভাষণ দেবেন ইউক্রেনের প্রেসিডেন্ট জেলনস্কি।
ইউক্রেনের গুরুত্বপূর্ণ বন্দর নগরী মারিওপোল এখন রাশিয়ার দখলে। অপেক্ষা শুধু আনুষ্ঠানিক ঘোষণার। চূড়ান্ত অভিযানের আগে, বারবারই ইউক্রেনের সেনাদের আত্মসমর্পণের আল্টিমেটাম দিচ্ছে মস্কো।
রাশিয়ান বাহিনীর কাছে যে পরিমাণ গোলাবারুদ এবং খাবারের মজুদ রয়েছে, তাতে তিনদিনের বেশি চলবে না বলে দাবি ইউক্রেনের।
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের হুঁশিয়ারীর পর সে পথেই হাঁটতে যাচ্ছে ক্রেমলিন। অস্তিত্ব সঙ্কটে পড়লেই পরমাণু অস্ত্র ব্যবহারের হুঁশিয়ারী দিয়েছেন ক্রেমলিন মুখপাত্র দিমিত্র পেসকভ। এদিকে, চলমান সংকট নিয়ে ইউরোপীয় নেতাদের সঙ্গে আলোচনা করতে কাল ইউরোপ সফরে যাচ্ছনে বাইডেন। তবে, ইউক্রেন যাবেন না মার্কিন প্রেসিডেন্ট।
ইউক্রেনের শরণার্থীদের জন্য তহবিল গঠন করতে পদক বিক্রির ঘোষণা দিয়েছেন শান্তিতে নোবেল পুরস্কার বিজয়ী রাশিয়ান সাংবাদিক দিমিত্রি মুরাতভ। এ ছাড়া ইউক্রেনে যুদ্ধবিরতির আহ্বানও জানান তিনি।