ইউক্রেনের মাটিতেই যোদ্ধাদের প্রশিক্ষণ দিচ্ছে পশ্চিমারা

- আপডেট সময় : ০২:৪৮:৫৮ অপরাহ্ন, রবিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৩
- / ১৬২৪ বার পড়া হয়েছে
শুধু অস্ত্র সহায়তাই নয়, ইউক্রেন যোদ্ধাদের প্রশিক্ষণ দিয়েও দেশটিকে সমর্থন যোগাচ্ছে পশ্চিমারা। ইউক্রেন যোদ্ধাদের একাধিক দল এরই মধ্যে পশ্চিমা বিভিন্ন দেশ থেকে প্রশিক্ষণ নেয়া শুরু করেছে। এবার ইউক্রেনের মাটিতেই দেশটির যোদ্ধাদের প্রশিক্ষণ দিচ্ছেন পশ্চিমা বিভিন্ন দেশের অবসরপ্রাপ্ত সেনা সদস্যরা।
জানা গেছে, খারকিভের কাছে একটি গোপন ঘাঁটিতে চলছে এই প্রশিক্ষণ। এতে ইউক্রেনের সামরিক বাহিনীর বিভিন্ন শাখার সদস্যদের পাশাপাশি বেসামরিক স্বেচ্ছাসেবকদেরও রণকৌশল শেখানো হচ্ছে। ন্যাটোর সমন্বয়ে চলা এই প্রশিক্ষণে রয়েছেন যুক্তরাষ্ট্র, ব্রিটেন, অস্ট্রেলিয়াসহ বিভিন্ন দেশের অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা ও সদস্যরা। সেই সাথে রয়েছেন মেডিকেল কোরের সদস্যরাও। কিয়েভের শঙ্কা, ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে হামলা জোরদার করতে পারে রুশ বাহিনী। সেটি প্রতিরোধেই নেয়া হয়েছে এই উদ্যোগ। তবে এরই মধ্যে ইউক্রেনে জোরালো হামলা চালিয়েছে রাশিয়া। ৭০ দফা মিসাইল নিক্ষেপ করেছে পুতিন বাহিনী। বিপুল পরিমাণ অস্ত্র ও সেনাঘাঁটি ধ্বংসের দাবি করছে তারা। অন্যদিকে হামলা প্রতিহতের পাল্টা দাবি করছে কিয়েভও।