ইউক্রেনের মারিউপোলের কেন্দ্রস্থলে পৌঁছে গেছে রুশ সেনারা
- আপডেট সময় : ০৮:১০:১৯ অপরাহ্ন, শনিবার, ১৯ মার্চ ২০২২
- / ১৫৩৪ বার পড়া হয়েছে
ইউক্রেনের মারিউপোলের কেন্দ্রস্থলে পৌঁছে গেছে রুশ সেনারা। হামলা বন্ধে দ্রুত আলোচনায় বসতে চান ইউক্রেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। অন্যদিকে, ভ্লাদিমির পুতিন বলেছেন, ইউক্রেন যুদ্ধে রাশিয়া জয়ী হবেই। সে লক্ষ্যেই পরিকল্পনা বাস্তবায়নে চলছে রুশ অভিযান। এছাড়া প্রথমবারের মতো ইউক্রেনে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়। এদিকে, ইউক্রেনে যুদ্ধ পরিস্থিতি নিয়ে ভিডিও কলে কথা বলেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এবং চীনা প্রেসিডেন্ট শি জিনপিং।
ইউক্রেনে হামলার ২৪তম দিনে এসেও থেমে নেই রাশিয়ার ধ্বংসযজ্ঞ। তাই আর দেরি না করে মস্কোর সঙ্গে শান্তি ও নিরাপত্তা আলোচনা শুরুর আহ্বান জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। শনিবার তিনি এ আহ্বান জানান।
ইউক্রেনের মারিউপোলের কেন্দ্রস্থলে রুশ সেনাদের সঙ্গে চলছে গোলাগুলি। সিটি মেয়র জানান, বোমা হামলায় ধ্বংস করা হয়েছে শহরের ৯০ ভাগ স্থাপনা ।
প্রায় চার লাখ মানুষ সেখানে দুই সপ্তাহেরও বেশি সময় ধরে আটকে আছে। মারিওপোল থেকে নিরাপদ করিডরের মাধ্যমে শুক্রবারও কিছু বেসামরিক মানুষ সরিয়ে নেয়া হয়।
টানা বোমাবর্ষণে মারিওপোলে বন্ধ আছে বিদ্যুৎ এবং পানি সরবরাহ। উদ্ধারকারীরা বোমায় বিধ্বস্ত থিয়েটার ভবনের ধ্বংসস্তূপের নিচ থেকে কয়েকশ মানুষকে বের করে আনে। তবে এখনো সেখানে আটকা আছে আরো অনেকে।
রাশিয়ার জনগণের সামনে ইউক্রেনে সামরিক অভিযানের কারণ তুলে ধরেছেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। শুক্রবার মস্কোর লুঝনিকি ফুটবল স্টেডিয়ামে রাশিয়ার জনগণের উদ্দেশে বক্তব্য দেন তিনি।
পুতিন বলেন, ইউক্রেনের দনবাস অঞ্চলে গণহত্যা বন্ধের লক্ষ্যেই মূলত দেশটিতে ‘বিশেষ সামরিক অভিযান’ চালানো হচ্ছে। ইউক্রেনকে নিরস্ত্র ও নাৎজিমুক্ত করতেই অভিযান চালাচ্ছে রুশ সেনারা । এসময় তিনি রাশিয়ান সেনাদের প্রশংসা করেন ।
ইউক্রেনের জন্য বিভিন্ন সাহায্য সামগ্রী নিয়ে এখন পোল্যান্ডের পথে রয়েছেন যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরুন।
ইউক্রেনে চলমান যুদ্ধ পরিস্থিতি নিয়ে ভিডিও কলে কথা বলেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এবং চীনা প্রেসিডেন্ট শি জিনপিং।
আন্তর্জাতিক শান্তি এবং স্থিতিশীলতা প্রতিষ্ঠায় চীন এবং যুক্তরাষ্ট্রকে অগ্রণী ভূমিকা পালন করার কথা জানিয়েছেন চীনা প্রেসিডেন্ট। এছাড়া রাশিয়াকে কোনোরকমের অস্ত্র সহায়তা না দিতে শি জিন পিংকে আহ্বান জানান জো বাইডেন।