ইউক্রেনের রাজধানী কিয়েভ থেকে ৯শ’ সাধারণ মানুষের মরদেহ উদ্ধার
- আপডেট সময় : ০৫:১৬:৫৩ অপরাহ্ন, শনিবার, ১৬ এপ্রিল ২০২২
- / ১৫৩৭ বার পড়া হয়েছে
ইউক্রেনের রাজধানী কিয়েভ থেকে ৯শ’ সাধারণ মানুষের মরদেহ উদ্ধার করা হয়েছে।
ইতোমধ্যে নিহতদের মরদেহ পরীক্ষা করতে ফরেনসিক বিভাগে পাঠানো হয়েছে। বুচা শহর থেকে প্রায় সাড়ে তিনশ’রও বেশি মরদেহ উদ্ধার করা হয়েছে।সেখানে রুশ সেনাদের নৃশংসতার প্রমাণ পাওয়া গেছে। এটা যুদ্ধাপরাধের পর্যায়ে পড়ে। তবে বরাবরের মতো মস্কো এ অভিযোগ সরাসরি অস্বীকার করেছে। এদিকে রাশিয়ার ফ্ল্যাগশিপ জাহাজ ডুবির ঘটনায় দেশটি ইউক্রেনের ওপর আক্রমণ আরও জোরদার করতে পারে— এমন বিষয় মাথায় রেখে হামলা ঠেকাতে নিজেদের প্রস্তুত করছে ইউক্রেন।
এদিকে… ইউক্রেনে ‘বিশেষ সামরিক অভিযান’ পরিচালনার প্রেক্ষাপটে নিজেদের ওপর একের পর এক নিষেধাজ্ঞা আরোপের মধ্যেই ইউরোপীয় ইউনিয়নের ১৮ জন কূটনীতিককে বহিষ্কার করেছে রাশিয়া। অবাঞ্ছিত হওয়া এ কূটনীতিকদের শিগগির মস্কো ছাড়তে হবে বলে স্থানীয় সময় শুক্রবার রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়েছে।