ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে দলীয় প্রার্থী চূড়ান্ত করেছে আ’লীগ
- আপডেট সময় : ০৯:২০:২৬ অপরাহ্ন, সোমবার, ১৫ মার্চ ২০২১
- / ১৫৪৩ বার পড়া হয়েছে
আগামী ১১ এপ্রিল অনুষ্ঠেয় ৬৩টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে দলীয় প্রার্থী চূড়ান্ত করেছে আওয়ামী লীগ। এর আগে শনিবার ৩শ’ দলীয় প্রার্থীর তালিকা চূড়ান্ত করে দলটি। দুপুরে গণভবনে আওয়ামী লীগের সংসদীয় বোর্ড ও স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের যৌথসভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।
সভায় ৬৩টি ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান প্রার্থীদের নাম ও মনোনয়ন চূড়ান্ত করা হয়। এছাড়া নির্বাচন কমিশন ঘোষিত তফসিলে মাদারীপুর জেলার শিবচর উপজেলার সব ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রার্থীতা উন্মুক্ত রাখা হয়। প্রথম ধাপে ৩৭১টি ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার সভাপতিত্বে দলের সংসদীয় বোর্ড ও স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের মুলতবি সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। বিতর্কিত ও অবৈধ কর্মকান্ডে যুক্ত এবং দলে অনুপ্রবেশকারী কাউকেই মনোনয়ন না দেয়ার বিষয়ে বরাবরের মতো এবারও কঠোর অবস্থান নিয়েছে আওয়ামী লীগ।