ইউরোপে মানব পাচারের আন্তর্জাতিক সিন্ডিকেটের এজেন্ট আশিকসহ ৭ জন গ্রেফতার
- আপডেট সময় : ০৮:২০:০২ অপরাহ্ন, রবিবার, ১১ জুলাই ২০২১
- / ১৫৩১ বার পড়া হয়েছে
ভূমধ্যসাগর হয়ে ইউরোপে মানব পাচারের আন্তর্জাতিক সিন্ডিকেটের এজেন্ট আশিকসহ ৭ জনকে গ্রেফতার করেছে রেব। রোববার রাজধানীর কারওয়ান বাজারে মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে রেব জানায়, গত দুই বছরে কয়েকশ বাংলাদেশিকে পাচার করেছে চক্রটি। বিনিময়ে বিপুল অংকের টাকা হাতিয়ে নেয় এ চক্রের সদস্যরা । বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল থেকে শুরু করে বিশ্বের বিভিন্ন দেশে চক্রের সদস্যরা সক্রিয় রয়েছে বলেও জানায় রেব ।
গত কয়েক বছর ধরে আন্তর্জাতিক মানব পাচার চক্রের একটি সিন্ডিকেট বাংলাদেশ থেকে সাধারণ মানুষকে ভূমধ্যসাগর হয়ে ইউরোপের বিভিন্ন দেশ পাচার করে আসছে। ২০১২ সাল থেকে এ চক্র মধ্যপ্রাচ্য হয়ে ইউরোপে মানব পাচার করে আসছে।
মানবপাচার চক্রের ৭ সদস্যকে গ্রেফতারের পর সংবাদ সম্মেলনে রেবের মিডিয়া শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন বলেন, এ চক্রের হোতা আশিক। তারা দরিদ্র মানুষকে ইউরোপে নেয়ার স্বপ্ন দেখিয়ে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছে।
রেবের মিডিয়া শাখার পরিচালক জানান, গ্রেফতারকৃতরা জানিয়েছেন .বাংলাদেশ থেকে তারা তিন ধাপে মানবপাচার করে। বিনিময়ে ৭ থেকে ৮ লাখ টাকা করে নেয় ।
রেব জানায়, মানব পাচার প্রতিরোধে তিনশ ৩৩ টি অভিযান পরিচালনা করে চক্রের ৮৯৬ জনকে গ্রেফতার করে তারা। এ ছাড়া ১ হাজার ৬জন ভিকটিমকে উদ্ধার করে রেব। যার মধ্যে ২শ ৩৪ জন নারী রয়েছে।