ইউরোপীয় ইউনিয়ন নির্বাচন পর্যবেক্ষণে না এলে কিছু যায় আসে না : তথ্যমন্ত্রী
এস. এ টিভি
- আপডেট সময় : ০৯:১৫:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ২২ সেপ্টেম্বর ২০২৩
- / ১৬০৩ বার পড়া হয়েছে
ইউরোপীয় ইউনিয়ন বাংলাদেশের নির্বাচন পর্যবেক্ষণে না আসলে কিছু যায় আসে না বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। তবে সরকার সুষ্ঠু নির্বাচন করবে, আর সেই নির্বাচনে জনগণ স্বতঃস্ফূর্তভাবে অংশ নিয়ে মেনে নেবে বলে দাবি করেন তিনি।
দুপুরে চট্টগ্রামের বাসভবনে সাংবাদিকদের তিনি আরো বলেন, ইইউ নির্বাচন পর্যবেক্ষণে না এলেও সার্কভুক্ত দেশগুলোর পর্যবেক্ষকরা আসার আগ্রহ দেখিয়েছে। এসময় হরতাল-অবরোধের জন্য কর্মীদের প্রস্তুত থাকা সংক্রান্ত বিএনপি নেতাদের বক্তব্যের সমালোচনা করেন তথ্যমন্ত্রী। বলেন, ২০১৩ ও ১৪ সালে হরতাল-অবরোধের নামে সহিংসতা করে জনগণের কাছে প্রত্যাখ্যাত হয়েছে বিএনপি। এবারও এমন কর্মসূচি দিলে জনগণই তাদেরকে প্রতিহত করবে বলে জানান ড. হাছান মাহমুদ।