ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতদের সাথে ওবায়দুল কাদেরের বৈঠক
- আপডেট সময় : ০২:৩৭:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৩
- / ১৬২৪ বার পড়া হয়েছে
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের জানিয়েছেন, আগামী সংসদ নির্বাচন সুষ্ঠু, অবাধ ও অংশগ্রহণমূলক দেখতে চায় ইউরোপীয় ইউনিয়ন। তিনি বলেন, আওয়ামী লীগও চায় একটি ত্রুটিমুক্ত ও সুষ্ঠু নির্বাচন। সকালে রাজধানীর গুলশানে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতদের সাথে বৈঠক শেষে একথা জানান ওবায়দুল কাদের। বিএনপি সংলাপে বিশ্বাসী নয় উল্লেখ করে তারা আবারো আগুন সন্ত্রাসের উপর ভর করে ক্ষমতা দখলের পাঁয়তারা করছে বলে অভিযোগ করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক।
রাজধানীর গুলশানে ইউরোপীয় ইউনিয়ন এম্বাসেডরের বাসভবনে বৈঠক করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এতে অংশ নেন ইউরোপীয় ইউনিয়নের সাতটি দেশের প্রতিনিধিরা।
পরে বৈঠকের বিস্তারিত তুলে ধরে ওবায়দুল কাদের বলেন, আগামী সংসদ নির্বাচন ও দেশের ব্যবসা-বাণিজ্যসহ বিভিন্ন বিষয় নিয়ে ফলপ্রসু আলোচনা হয়েছে।
আগামী নির্বাচন অবাধ, সুষ্ঠু ও বিশ্বাসযোগ্য হবে জানিয়ে, বিএনপির আন্দোলনের সমালোচনা করেন তিনি।
নির্বাচনকে সামনে রেখে আওয়ামী লীগ সব ধরনের প্রস্তুতি নিচ্ছে বলেও জানান ওবায়দুল কাদের।