ইউরোপের পশ্চিমাঞ্চলে ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১শ’ ৭০ হয়েছে
- আপডেট সময় : ০২:১০:১৫ অপরাহ্ন, রবিবার, ১৮ জুলাই ২০২১
- / ১৫১৯ বার পড়া হয়েছে
ইউরোপের পশ্চিমাঞ্চলে ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১শ’ ৭০ হয়েছে। শুধু জার্মানিতেই মারা গেছে অন্তত ১শ’ ৪৩ জন। এছাড়া বেলজিয়ামে অন্তত ২৭ জনের মৃত্যু হয়েছে।
পশ্চিম ইউরোপে রেকর্ড বৃষ্টিপাতের কারণে নদীর পানি বিপৎসীমা অতিক্রম করায় প্লাবিত হয়েছে উপকূলীয় অঞ্চল। এখনও নিখোঁজ রয়েছেন কয়েকশ’ মানুষ। নিরাপদে সরিয়ে নেয়া হয়েছে কয়েক হাজার মানুষকে। যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে বেশ কিছু এলাকা। তবে উদ্ধারকাজ চালাতে ১৫ হাজার পুলিশ, সেনা ও জরুরি কর্মী মোতায়েন করেছে জার্মান সরকার। জার্মানিতে বেশ কিছু জায়গায় পানি নামতে শুরু করলেও অবনতি হচ্ছে নেদারল্যান্ডস, লুক্সেমবার্গ এবং সুইজারল্যান্ডেও বন্যা পরিস্থিতি। সম্প্রতি মার্কিন মহাকাশ সংস্থা নাসার সাম্প্রতিক এক গবেষণা শেষে জানায়, জলবায়ু পরিবর্তনের পাশাপাশি চাঁদের প্রভাবে ২০৩০ সালে পৃথিবীতে ভয়াবহ বন্যা হতে পারে। সংস্থাটি সেই বন্যা পরিস্থিতির কথা উল্লেখ করেছে যা কার্যত এতোদিন দেখা যায়নি। এই বন্যার প্রভাব যথেষ্ট বিধ্বংসী হতে পারে। জলবায়ু পরিবর্তনের ফলে পৃথিবীতে হঠাৎই বদলে যাচ্ছে আবহাওয়া। যার ফলে বিশ্বের অনেক দেশে প্রায়ই প্রাকৃতিক দুর্যোগ সৃষ্টি হচ্ছে।