ইট ভাটা বন্ধে ব্যর্থতায় ৫ জেলার ডিসি ও পরিবেশ অধিদপ্তরের ডিজিকে ১৭ মে হাইকোর্টের তলব
এস. এ টিভি
- আপডেট সময় : ০৯:০০:০৩ অপরাহ্ন, বুধবার, ২০ এপ্রিল ২০২২
- / ১৫৮২ বার পড়া হয়েছে
বায়ুদূষণ রোধে ইট ভাটা বন্ধে ব্যর্থতায় ঢাকা ও আশপাশের ৫ জেলার ডিসি ও পরিবেশ অধিদপ্তরের ডিজিকে ১৭ মে তলব করেছে হাইকোর্ট। বিচারপতি আশফাকুল ইসলাম ও বিচারপতি ইকবাল কবিরের বেঞ্চ এ আদেশ দেয়।
গত পহেলা মার্চ ৫ জেলার অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিতে নির্দেশ দেন হাইকোর্ট। জেলা প্রশাসকদের প্রতিবেদনে মিথ্যা তথ্য দেয়া হয়েছে বলে আদালতে জানিয়েছেন রিটকারি আইনজীবী। গণমাধ্যমের বরাত দিয়ে আদালতকে রিটকারি মনজিল মোরসেদ জানান, জেলা প্রশাসকরা ইটভাটা গুঁড়িয়ে দেয়ার যে তালিকা দিয়েছে বাস্তবে সেসব এখনো রয়েছে। পরে, আদালত ডিসিসহ পরিবেশ অধিদপ্তরের ডিজিকে তলব করেন। ঢাকা ছাড়া বাকি জেলাগুলো হচ্ছে মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ, গাজীপুর ও নারায়ণগঞ্জ।