ইডির মামলায় ভারতে পি কে হালদার ফের ১০ দিনের রিমান্ডে
- আপডেট সময় : ০৭:৪৭:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ মে ২০২২
- / ১৫২৭ বার পড়া হয়েছে
বাংলাদেশের আলোচিত অর্থ পাচারকারী প্রশান্ত কুমার ওরফে পি কে হালদার ও চার সহযোগীকে ফের ১০ দিনের রিমান্ডে নিয়েছে ভারতের কেন্দ্রীয় আর্থিক গোয়েন্দা সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট– ইডি। পি কে হালদার ও পাঁচ সহযোগীকে আগামী ২৭ মে আবার আদালতে তোলা হবে। তবে, ওই সময় পর্যন্ত নারী সহযোগী আমানা সুলতানাকে কারাগারে থাকতে হবে।
চার দিন রিমান্ড শেষে, মঙ্গলবার দুপুরে কলকাতার ব্যাঙ্কশাল কোর্টের ভেতরে স্পেশাল সিবিআই আদালতে তোলা হয় প্রশান্ত কুমার ওরফে পি কে হালদার ও পাঁচ সহযোগীকে।
পি কে হালদার ও চার সহযোগীকে আবার ১৪ দিনের রিমান্ডে নিতে আবেদন জানায় ভারতের কেন্দ্রীয় আর্থিক গোয়েন্দা সংস্থা.. ইডি। সেই সঙ্গে নারী সহযোগী আমানা সুলতানাকে কারাগারে জিজ্ঞাসাবাদের আবেদন করে।
আদালতে নিজেদের পক্ষে যুক্তি ও আইনি ব্যাখ্যা তুলে ধরে সরকার ও আসামী পক্ষ। পরে, বিচারক মাসুক হোসেন খান, পি কে হালদার ও চার সহযোগীর ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেন। নারী সহযোগীকে কারাগারের গেইটে জিজ্ঞাসাবাদের অনুমতি দেয়া হয়।
অর্থ পাচারের অভিযোগে তাদের বিরুদ্ধে প্রিভেনশন অফ মানি লন্ডারিং অ্যাক্ট এ মামলা করেছে ইডি।
১৪ মে পশ্চিমবঙ্গের অশোকনগর থেকে পিকে হালদারকে গ্রেপ্তার করে ইডি।